প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩ ২২:৪০ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ২৩:৪৮ পিএম
দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি : প্রবা
দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকার রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন ডুসার সভাপতি মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
মশিউর রহমান বলেন, দেশ ও জনগণের আস্থার প্রতীক দুদক। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) কমিশনের অংশীদার। দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য দায়িত্বপ্রাপ্ত একমাত্র রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদক আজ উনিশ থেকে কুড়ি বছরে পা দিয়েছে। ডুসার সদস্যরা দেশ ও জনগণের সেবক হিসেবে সামনের দিনগুলোতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কমিশন ও আইনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জনগণের আস্থা পূরণ করতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুদক। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ডুসা অঙ্গীকারবদ্ধ।