× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনীতির রঙ গায়ে মাখতে চায় না হেফাজত : মুহিব্বুল্লাহ বাবুনগরী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রবা ফটো

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রবা ফটো

কোনো রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতে ইসলামের সংশ্লিষ্টতা নেই জানিয়ে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, রাজনীতির রঙ গায়ে মাখতে চায় না হেফাজত। এ ছাড়া হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাকর্মীসহ আলেমদের মুক্তি চেয়েছেন বাবুনগরী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসায় হেফাজত ইসলামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

বাবুনগরী বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই, প্রোপাগান্ডাও নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি, এখনও বলছি, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘এ দেশে মুসলমানদের ঈমান-আকিদা ও ইসলামি তাহজিব-তমদ্দুন রক্ষার উদ্দেশ্যে সংগঠনটি গঠিত হয়। তাই আমরা শুধু শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাব। ক্ষমতাকেন্দ্রিক কোনো ধরনের নৈতিক উচ্চাভিলাষ এই সংগঠনের নেই, যা আগেও বহুবার আমরা পরিষ্কার করে বলেছি।’ 

জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম (বাবুনগর) মাদ্রাসার মহাপরিচালক মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘আমাদের কাজ সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক-অরাজনৈতিক সকল নাগরিকের কাছে দ্বীনের সহি দাওয়াত পৌঁছানো। এটিই আমাদের মূল দায়িত্ব। মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের শত্রু নই, বন্ধুও নই। সরকারের কাজ সরকার করুক, আমাদের কাজ আমরা করব। তবে নাস্তিক্যবাদী শক্তি যদি মাথাচাড়া দেয় এবং কুরআন, আল্লাহ, রাসুল (সা.), উম্মাহাতুল মুমিনিন, আসহাবে রাসুল (সা.)-এর শানে কটূক্তি ও ঘৃণা প্রচার করে এবং ইসলামবিদ্বেষ ছড়ায়, আর এ সময় সরকার যদি নিজের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেয় যা ইসলামি শরিয়াহ পরিপন্থি, তাহলে ঈমানের তাগিদে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজনে সাংবিধানিক ও নাগরিক অধিকার নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হব। নিঃস্বার্থভাবে সরকারকে নসিহত করা বা সৎ পরামর্শ দেওয়া একটি মহৎ কাজ এবং ঈমানি দায়িত্ব।’

এদিকে সকাল ৯টা থেকে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আসতে শুরু করেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা। প্রথমে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমেদ কাসেমী, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মীর ইদ্রিস নদভী, মুফতি জসিম উদ্দিন, মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি মাদ্রাসায় আসেন। পরে ১০টায় সংগঠনের আমির বাবুনগরীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় মাদ্রাসার শিক্ষা ভবনে পরিচিতি সভা শুরু হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা