× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৫ ২১:১৭ পিএম

আপডেট : ২৮ মে ২০২৫ ২১:১৮ পিএম

ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’ উদ্বোধন

‘রূপসী বাংলা’ শীরোনামে শুরু হলো বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পশ্চিম গ্যালারিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী।

এ উপলেক্ষ বুধবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। এই আয়োজনে এ আলোকচিত্র প্রদশর্নীর উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবার অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব  সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

প্রদর্শনীর উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, সাহসী তরুনরাও রূপসী বাংলার অংশ, তাদের ত্যাগ, আন্দোলন ও সফলতার আর্কাইভ থাকতে হবে। তিনি আরও বলেন, বহুত্ববাদী বাংলাদেশ গড়তে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে-ফটো সাংবাদিকসহ একসাথে সকলের কাজ করতে হবে। এসময় ২৪-এর জুলাই বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য ফটো সাংবাদিকদের ধন্যবাদও জানান তিনি।

এদিকে এ প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি প্রদর্শনীর এ উদ্বোধনী আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়েছে। আলোকচিত্র প্রতিযোগিতায় ১ম হয়েছেন- দৈনিক পূর্বদেশ পত্রিকার এম. হায়দার আলী, ২য় হয়েছেন- দেশকাল নিউজ এর শামরুল হক রিপন এবং ৩য় হয়েছেন- দৈনিক সমকালের মো. রাশেদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান, সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে। প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩রা জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা