প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৯:২২ পিএম
ছবি : সংগৃহীত
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ তিন কমিশনারকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্চনার ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন।
শনিবার (৮ মার্চ) সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহম চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারী বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে ভবনটিতে তাদেরকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় তাদের সঙ্গে থাকা কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন।
‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মনে করে, সরকারী কর্মচারীদের এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণ প্রচলিত আইনবিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি কর্মচারীদের যেকোনো যৌক্তিক দাবি ও অভিযোগ নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের প্রতি অনুগত থেকে পেশ করা উচিত। এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনা না গেলে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।