× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই ঢাকা মেট্রো'র সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৪ পিএম

জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে তৌফিক হাসান দায়িত্ব গ্রহণ করেন।

জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে তৌফিক হাসান দায়িত্ব গ্রহণ করেন।

জেসিআই বাংলাদেশের স্থানীয় অধ্যায় -জেসিআই ঢাকা মেট্রো'র সাধারণ অধিবেশন-২০২৪ অনুষ্ঠিত হলো ১৫ ফেব্রুয়ারি জেসিআই বাংলাদেশ অফিসে।

জেসিআই ঢাকা মেট্রো'র পূর্ব ঐতিহ্যকে ধারণ করে ২০২৪‌ এর গঠনমূলক সামাজিক ও প্রাকৃতিক উন্নয়ন সম্পৃক্ত কার্যক্রম তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। অর্থ সামাজিক বিষয়ক কর্মশালা, নারী ক্ষমতায়ন প্রকল্প, সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্য সেবা, খাবারের মান নিশ্চিতকরণসহ অন্যান্য সাংগঠনিক অগ্রগতির বিষয় আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। 

২০২৫ সালে ১৩টি বোর্ড সদস্য সহ নতুন কার্যনির্বাহী সংস্থা নির্বাচন এবং জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে তৌফিক হাসান শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। ২০২৫ সালের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সৈয়দ মনজুরুল হক রনি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফারজানা ইসলাম, অপরাজিতা সঙ্গীতা ও আহসান রনি। মহাসচিবের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আক্তার হোসেন এবং হিসাবরক্ষকের দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ হোসেন লিটন।

জেসিআই ঢাকা মেট্রো'র লোকাল প্রেসিডেন্ট হিসেবে তৌফিক হাসান শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

নির্বাচন কমিশনার, জেসিআই ঢাকা মেট্রো'র পূর্বের লোকাল প্রেসিডেন্ট সানামা ফায়েজ নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ তার বক্তব্যে জেসিআই ঢাকা মেট্রো'র জন্য গেল বছরকে একটি সফল বছর হিসেবে অভিহিত করেন। তিনি ব্যতিক্রমী প্রকল্প গ্রহনের মাধ্যমে এই অধ্যায়কে উন্নতির শিখরে নিয়ে যাওয়াতে প্রেসিডেন্টসহ সকল সদস্যকে অভিনন্দন জানান। জেসিআইয়ের জাতীয় উপসভাপতি আরেফিন রাফি আহমেদ তার বক্তব্যে নতুন নেতৃত্বের প্রশংসা করেন।

এছাড়া অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল গভর্নিং বোর্ডের  সদস্য ন্যাশনাল এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট তানভির সাদ আকাশ, ন্যাশনাল ট্রেসারার ইরফান উদ্দিন, কমিটির চেয়ার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সিনান আরেফিন এবং জেসিআই ঢাকা মেট্রো ২০২৫ এর মেন্টর ও রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট রাইয়ান আকবর টুটুল।

অসামান্য অবদানের জন্য সদস্যদের সম্মাননা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটে এবং নাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ জেসিআই ঢাকা মেট্রো'র জেনারেল ও বোর্ড মেম্বারদের তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান এবং তার বোর্ডকে নতুন যাত্রায় শুভেচ্ছা জানান কাজী ফাহাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা