× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুয়েটের ‘আমরা ৯২ ফাউন্ডেশনের’ উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৩০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৫৪ পিএম

বুয়েটের ‘আমরা ৯২ ফাউন্ডেশনের’  উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা

বুয়েটের ‘আমরা ৯২ ফাউন্ডেশনের’ উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত আহতদের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) ও রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আসা খ্যাতনামা পাঁচজন চক্ষু বিশেষজ্ঞের একটি দল এতে যুক্ত থাকবেন। দুই দিনব্যাপী কর্মসূচীতে নিবন্ধিত রোগীদের বিশেষায়িত চক্ষু পরীক্ষা, চিকিৎসা এবং বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছু রোগীকে পুনর্বাসন ও উচ্চতর চিকিৎসার জন্য কর্মসূচির পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে।

এই দুই দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।

বুয়েটের ‘আমরা ৯২ ফাইন্ডেশনের’ উদ্যোগে বাংলাদেশ আই হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, হিরোজ ফর অল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন এর সঙ্গে যুক্ত আছে।

এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ আই হাসপাতালের ডা. ইশতিয়াক আনোয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক খাইর আহমেদ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত প্রচেষ্টা দৃষ্টিহীন বা চক্ষু সমস্যায় ভোগা ব্যক্তিদের আশার আলো দেখাচ্ছে এবং দৃষ্টি হারানোর শঙ্কায় থাকা ব্যক্তিদের তাদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সুযোগ দিচ্ছে।

‘আমরা৯২ ফাউন্ডেশন’ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৯২-৯৩ সেশনের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম, যা বর্তমানে উত্তর আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করাই ফাউন্ডেশনের লক্ষ্য। এটি একটি অরাজনৈতিক, ধর্ম নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান; যা সামাজিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, দাতব্য, মানবিক ও শিক্ষামূলক উদ্যোগে অবদান রাখে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা