প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪ ২৩:২১ পিএম
অ্যাডভোকেট মোয়াজ আরিফ। ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ আরিফ ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস)’-এর জাতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি দায়িত্বভার গ্রহণ করে দেশের সব ইউনিয়ন পরিষদ সদস্যকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী জনগণের সার্বিক কল্যাণ সাধন ও উন্নত সেবা প্রদানে সর্বোচ্চ মনোনিবেশ এবং নিজ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করে সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।