প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ২০:৩৩ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২১:২৭ পিএম
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে এফআরইবি এবং রিক। প্রবা ফটো
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এন্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রিকের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণদের জন্য পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, এফএনবির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট বিজ্ঞান লেখক ড. মুহাম্মাদ ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন- সাবেক সচিব ও অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খান। সম্মানিত অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। এ ছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।