প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৯:৫০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ২০:২২ পিএম
বিএফইউজের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত শনিবার (৫ অক্টোবর) বিএফইউজের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে নির্বাচনের ছয় সপ্তাহ আগে প্রতিনিধি সভা আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে উল্লিখিত তারিখের আগেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে গত ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশব্যাপী দুই শতাধিক সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। স্বাধীন সাংবাদিকতা এগিয়ে নিতে এবং হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ভার্চুয়ালি (জুমে) অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি ওমর ফারুক। সারা দেশ থেকে অর্ধ শতাধিক নির্বাচিত সাংবাদিক প্রতিনিধি সভায় অংশ নেন।
এ ছাড়াও বৈঠকের শুরুতে অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সম্প্রতি প্রয়াত ইউনিয়নের অন্যান্য সদস্যদের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।