প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৫ পিএম
ড. হাসান-উল-হায়দার এবং মিয়া মাসুদ করিম। ফাইল ফটো
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সেবা সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবীদের নিয়ে গঠিত আবাসন প্রকল্প ‘আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) মতিঝিলে অবস্থিত সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সমিতির পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সভায় অতিরিক্ত আইজি (অব.) ড. হাসান-উল-হায়দারকে সভাপতি ও অতিরিক্ত ডিআইজি (হেড কোয়ার্টার্স) মিয়া মাসুদ করিমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটিতে ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম ও মেজর (অব.) আব্দুস সালাম সরকারকে সহসভাপতি করা হয়। কোষাধ্যক্ষ করা হয় পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) মো. ওবায়েদুল ইসলাম খানকে।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন- অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সচিব মো. আব্দুস সালাম, অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) জেসমিন বেগম, অতিরিক্ত ডিআইজি (বাস্তবায়ন-উন্নয়ন) ড. মো. মঞ্জুরে আলম প্রামাণিক, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ টেলিকম ড. চৌধুরী মো. যাবের সাদেক, মীর শহীদুল হক কচি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট-রেভিনিউ) পুলিশ হেড কোয়ার্টার্স মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, পুলিশ হেড কোয়ার্টার্স মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম ও প্রধান সহকারী ডেভেলপমেন্ট-রেভিনিউ মো. আতিকুর রহমান।