× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবম বেতন কমিশন গঠনসহ ৫ দফা দাবি সরকারি কর্মচারীদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৭ পিএম

নবম বেতন কমিশন গঠনসহ ৫ দফা দাবি সরকারি কর্মচারীদের

দশটি ধাপে বেতন নির্ধারণ, নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সরকারি কর্মচারীদের ১০টি ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, শতভাগ পেনশন ভাতা পুনর্বহালসহ পাঁচ দফা দাবি পূরণ করতে সরকারের প্রতি দাবি জানান।

এ সময় অন্য বক্তারা বৈষম্যবিরোধী গণকর্মচারীদের দাবির আলোকে পদ পদবি, আর্থিক বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত মহাসচিব মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, শ্রমিক নেতা সামসুর রহমান শিমুল বিশ্বাস, ডব্লিউএফটিইউ-এর প্রেসিডিয়াম সদস্য কমরেড মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ইউনিটি অব লেবার স্ট্যাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা