প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম
বিটিএমসি ভবনের রুফটপে সংবাদ সম্মেলন করেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সদস্যরা। প্রবাঁ ফটো
টেকনিশিয়ান নয় টেকনিক্যাল হিসেবে মর্যাদা নিয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য স্বতন্ত্র আইসিটি ক্যাডার সৃষ্টির দাবি জানিয়েছেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের বিটিএমসি ভবনের রুফটপে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এই ক্যাডার গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মতো তহবিল তছরুপ কিংবা আইসিটির বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অযোগ্যাতা দূর করে গতিশীলতা ও স্বচ্ছতা আনা হবে বলে মনে করে সংগঠনটি। তারা মনে করেন দেশে প্রতিবছর যে বিপুল সংখ্যক সিএসই গ্র্যাজুয়েট বের হচ্ছে তাদের যথাযথ মেধাবীদের মূল্যায়ন সম্ভব হবে এই ক্যাডারের মাধ্যমে।
সংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির সভাপতি মো. তমিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যাদের হাত দিয়ে এই কাজটা হবে, গত চার বছর আগে বাস্তবায়ন হওয়ার সুযোগ সৃষ্টি হলেও তা বাস্তবায়ন করা হয়নি।’
এ সময় সংগঠনের সাবেক সভাপতি আক্তার হোসেনসহ সভাপতি মনির হোসেন ও রায়হানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবীব সুমন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ জিকরে আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।