× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেজিস্ট্রেশন সার্ভিসের ১১ দাবি, না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪ ১৭:১৮ পিএম

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। ছবি : সংগৃহীত

বৈষম্যহীন, জনবান্ধব ও স্বচ্ছ রেজিস্ট্রেশন সার্ভিস গড়তে রেজিস্ট্রেশন সার্ভিস সংস্কার ও উন্নয়নে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন। দাবি পূরণ না হলে মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রেজিস্ট্রেশন সার্ভিসের সদস্যরা।

রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস এম শফিউল বারী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় বিগত ফ্যাসিবাদী সরকারের অপকর্ম, শোষণ-নির্যাতন, গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার অন্যতম কুশীলব হিসেবে আখ্যায়িত করে আইন ও বিচার বিভাগের সচিব, উপসচিব, মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন শাখার কর্মকর্তাদের ২৪ ঘন্টার মধ্যে অপসারণের সময় বেঁধে দেওয়া হয়।

এছাড়া রেজিস্ট্রেশন শাখায় রেজিস্ট্রেশন সার্ভিসের অফিসারদের পদায়ন করার দাবি জানানো হয়।

সেবা সহজীকরণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনয়ন এবং সেবার মান বৃদ্ধিতে তাদের অন্যান্য দাবিগুলো হলো- ই-রেজিস্ট্রেশন দ্রুত সারাদেশে চালু করা, রেকর্ড ডিজিটাল আর্কাইভ, ডিজিটাল ইনডেক্স ও রেকর্ডের নিরাপত্তা ব্যবস্থা করা। রেজিস্ট্রেশন ক্যাডার সার্ভিসের প্রবর্তন করা। মন্ত্রণালয়ে পৃথক ‘রেজিস্ট্রেশন বিভাগ’ প্রতিষ্ঠা, পদ সৃজন ও বিদ্যমান পদের গ্রেড আপগ্রেড করা। কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক নিয়োগ ও চাকরি বিধিমালা এবং বদলি নীতিমালা প্রণয়ন করা। ভিজিট ও কমিশনের জন্য যৌক্তিক সম্মানী ও ভ্রমণভাতা এবং জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্মানী ভাতার ব্যবস্থা করা। নকলনবিশদের চাকরি জাতীয়করণ ও অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করা। দলিল লেখকের পারিশ্রমিক হার পুনঃনির্ধারণ করা। আইন ও বিধিমালা সংশোধন এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করা। অবকাঠামোগত উন্নয়ন এবং গাড়ি ও পরিবহনের ব্যবস্থা এবং নিয়মিত বালাম, রেজিস্টার, রশিদ বই ও ফরম সরবরাহ এবং উপযুক্ত বরাদ্দ নিশ্চিত করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা