প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪ ১৯:১৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪ ১৯:২৯ পিএম
দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে আড়ং সুপারশপের পক্ষে ‘আমাদের দল’। এই অবস্থায় সংকট মোকাবিলায় জরুরি সেবার উদ্যোগ নিয়েছে দলটি। আড়ং সুপারশপ ট্রাক-পিকআপ ও পাশাপাশি নগদ সহায়তা এবং ওষুধ ও খাদ্য দিচ্ছে।
বন্যার্তদের সাহায্যার্থে যেসব দরকার
* নবজাতক শিশুদের খাদ্য কম টাকায় প্রস্তুত করতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ফর্মুলা বা বিকল্প পরামর্শ থাকলে জানাতে পারেন।
* স্যানেটারি ন্যাপকিন ইতোমধ্যে ২ হাজার নারীর জন্য প্রস্তুত করা হয়েছে।
* স্যালাইন প্রস্তুত ৫০ হাজার পিস এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৫০ হাজার পিস।
* একটি জরুরি মেডিসিন তালিকা। বন্যার সময় কী ধরনের জরুরি ওষুধ দরকার হয় তার তালিকা তৈরিতে আপনারা তথ্য দিয়ে সহায়তা করুন, আমরাও চেষ্টা করছি।
* শুকনো খাবার (খেজুর, বাদাম, বিস্কুট, চিড়া, চিনি, গুড়) দরকার অন্তত এক টন। এ ছাড়া আরও যদি কিছু যুক্ত করতে চান সেটা বলতে পারেন।
এসব নিয়ে আগামীকাল শনিবার (২৪ আগস্ট) আমাদের একটা টিম রওনা দেবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনারা সাধ্যমতো সহায়তা দিতে পারেন। ৫০ টাকাও দিতে পারেন বন্যার্তদের সহায়তায়।