× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেক্ষাপট

রেওয়াজে ছেদ

আলমগীর শাহরিয়ার

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১১:০৪ এএম

রেওয়াজে ছেদ

সিলেট-১ আসন যার, সরকার তার- বহু দিনের মিথটি না ভাঙলেও নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া একটি রেওয়াজে ছেদ পড়ল। মর্যাদাপূর্ণ এই আসনটির সাম্প্রতিক ইতিহাস বলে, সব সময় হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হয়ে মন্ত্রিসভায় ঠাঁই পান। হুমায়ূন রশীদ চৌধুরী, এম সাইফুর রহমান, আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন মেয়াদে বিভিন্ন সরকারের আমলে আলো ছড়িয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত মন্ত্রিপরিষদে সিলেটের জনপ্রতিনিধি কম। সবশেষ সিলেট-১ আসন থেকে একাদশ সংসদে ড. এ কে আব্দুল মোমেন নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৪-এর মন্ত্রিসভায় তার স্থান হয়নি। সুনামগঞ্জ-৩ থেকে নির্বাচিত সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তি ইমেজ পরিচ্ছন্ন থাকলেও জেলার রাজনীতিতে নিজেকে অভিভাবকের জায়গায় নিয়ে যেতে ব্যর্থ হন এবং স্থানীয় কোন্দলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে নিজ নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ উপজেলার বাইরে জেলায় বড় কোনো অবকাঠামোগত উন্নয়ন করেননি বললেই চলে। সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ঐকান্তিক প্রচেষ্টা থাকলেও বিশ্ববিদ্যালয় স্থাপনকে কেন্দ্র করে ভূমি অধিগ্রহণে একটি সিন্ডিকেট ব্যবসার পাঁয়তারা করে তাকে বিতর্কিত করে। জেলার প্রায় সব সংসদ সদস্য এতে আপত্তি জানান। জেলা সদরে কিংবা সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের পাশে কোথাও বিশ্ববিদ্যালয়টির স্থান নির্বাচনে বাকিরা মতামত দেন।

ঢাকার সঙ্গে সারা দেশে সড়ক ও রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও ঢাকা-সিলেট হাইওয়ের চার লেনের কাজ আজও শেষ হয়নি। ননস্টপ আন্তঃনগর ট্রেন চালু হয়নি। উল্টো স্টপেজ বাড়িয়ে লোকাল ট্রেন করা হচ্ছে। সিলেট-চট্টগ্রাম ট্রেনের কোনো আধুনিকীকরণ হয়নি। যেগুলো আছে, সেগুলো ধুঁকে ধুঁকে চলছে। সিলেট জেলার সঙ্গে শিল্পাঞ্চলখ্যাত ছাতক উপজেলার ট্রেন লাইনটির উন্নয়ন আধুনিকীকরণের বদলে অনেক দিন ধরে বন্ধ আছে। সেটি চালুরও কোনো উদ্যোগ নেই। বন্যায় রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হচ্ছে। জেলা সদরে যুক্ত করার কথা থাকলেও রেললাইনের স্থান নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী এমএ মান্নান স্থানীয় সংসদদের সঙ্গে সমঝোতা নিয়ে বিতর্কে জড়িয়েছেন।

দেশে যে উন্নয়ন মহাযজ্ঞ হচ্ছে, সেসব মেগা প্রকল্পের কোনোটিই পর্যটন ও খনিজ শিল্প-সমৃদ্ধ সিলেট অঞ্চলে বাস্তবায়ন হচ্ছে না। শতাব্দীর ভয়াল বন্যায় সিলেট অঞ্চলে তছনছ হওয়া রাস্তাঘাট পুনর্নির্মাণে কোনো মেগা বরাদ্দ দেওয়া হয়নি। বহু দিন ধরে জাতীয় রাজনীতিতে আলো ছড়ানো রাজনীতিবিদদের শূন্যতায় ভুগছে সিলেট। সহসা এই শূন্যতা পূরণ হওয়ার নয়। স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, দেওয়ান ফরিদ গাজী কিংবা একজন সিলেট অন্তপ্রাণ সাইফুর রহমানের শূন্যতায় বহু দিন ভুগবে সিলেটবাসী। সুনামগঞ্জ থেকে নির্বাচিত পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। ক্যাবিনেটে সুনামগঞ্জ জেলার কেউ নেই। হবিগঞ্জ থেকে টেকনোক্র্যাট কোটায় ডা. সামন্ত লাল সেন অন্তর্ভুক্ত হলেও নির্বাচিত কেউ নেই। মৌলভীবাজার থেকে সপ্তমবারের মতো নির্বাচিত উপাধ্যক্ষ আবদুস শহীদ কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর সিলেট-২ আসন থেকে শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কেউ সিলেট-১ থেকে নির্বাচিত হয়েও মন্ত্রী পরিষদে নেই। সিলেট অঞ্চল থেকে বরাবরই জাতীয় রাজনীতিতে আলো ছড়ানো তারকা রাজনীতিবিদরা থাকলেও সাম্প্রতিককালের শূন্যতা চোখে পড়ার মতো। যার ফলে জাতীয় রাজনীতিতে তো বটেই দেশের উন্নয়ন-সমতায়ও সিলেট বিভাগ আগামী দিনে আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা রয়েছে। অথচ অর্থনৈতিক বৈশ্বিক মন্দার কালেও এই অঞ্চলের বিপুল পরিমাণ প্রবাসীর রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। কিন্তু এই প্রবাহেও ছেদ পড়বে। বিশেষ করে বিলেতে বড় হওয়া নতুন প্রজন্ম ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দুবাই শহরে গেলেও নিজ দেশে যেতে অতটা আগ্রহী না।

অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশের বাইরে বড় হওয়া নতুন প্রজন্মকে দেশের ব্যাপারে আগ্রহী করে তোলা সম্ভব। দেশে বিনিয়োগেও তারা আগ্রহী হবে। এতে দেশের অর্থনীতি আরও সচল ও সমৃদ্ধ হবে। পর্যটনশিল্প ও বিপুল খনিজ সম্পদ-সমৃদ্ধ সিলেট অঞ্চল দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

  • যুক্তরাজ্যে উচ্চশিক্ষারত
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা