× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পাদকীয়

পুলিশের বিলম্বিত শুভ উদ্যোগ, তবুও সাধুবাদ

সম্পাদক

প্রকাশ : ০২ জুন ২০২৩ ০০:১৭ এএম

অলঙ্করন: প্রবা

অলঙ্করন: প্রবা

প্রখ্যাত ইংরেজ কবি জন মিল্টন সেই কবে বলে গেছেন, ‘বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলেঅর্থাৎ আস্থার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ খ্যাতিমান এই ইংরেজ কবির কথাটি এখনও প্রাসঙ্গিক কবির এই মন্তব্যের সূত্র ধরে আমরা বলতে চাই, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা পুলিশ বাহিনী যাদের দায়িত্ব শুধু জননিরাপত্তা কিংবা শৃঙ্খলা রক্ষাই নয়, অপরাধের উৎস অনুসন্ধান করে প্রতিকারের প্রতিবিধানের পথও নিশ্চিত করা ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন আস্থা বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, তা অস্বীকারের কোনো জো নেই মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা জাতি শ্রদ্ধায় স্মরণ করে কিন্তু এই সত্যও অস্বীকারের পথ নেই, পুলিশের ওপর জনআস্থার পারদ ক্রমেই নামছে অস্বীকার করা যাবে না, বাংলাদেশ পুলিশ বাহিনীতে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপরায়ণ কর্মকর্তা- সদস্যের অভাব নেই তবে  এর বিপরীতে ইতোমধ্যে কোনো কোনো পুলিশ কর্মকর্তা-সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের জন্য কম বিরূপতার মুখোমুখিও হতে হয়নি দুষ্টের দমন, শিষ্টের লালন পুলিশের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যতম দীক্ষা কিংবা অঙ্গীকার অনেক ক্ষেত্রেই এরও ব্যত্যয় ঘটার নজির কম নেই

জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের উৎস সন্ধান করে সমাজে শান্তির ছায়া ছড়িয়ে দিতে পুলিশের ভূমিকা অগ্রগণ্য আমরা জানি, যেকোনো মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্বচ্ছ অভিযোগপত্র গঠন অভিযোগপত্র গঠনে যদি কোনো দুর্বলতা থাকে কিংবা অভিযুক্ত আইনের ফাঁক গলে পার পেয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কল্যাণকামী সমাজের স্বপ্ন ফিকে হয়ে যাবে জুন আসামি খালাস হলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাশিরোনামে প্রতিদিনের বাংলাদেশ- প্রকাশিত প্রতিবেদনটি এই গৌড়চন্দ্রিকার উপক্রমণ ঘটিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার পর ২৩ শতাংশ মামলায় আসামির সাজা হয় আর ৭০ শতাংশ মামলার আসামি খালাস পেয়ে যান ছাড়া অন্যভাবে নিষ্পত্তি হয় শতাংশ মামলা এমন অবস্থার প্রেক্ষাপটে অভিযোগের সত্যাসত্য নির্ণয় করে অভিযুক্তের সাজার হার বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে পুলিশ সদর দপ্তর সম্প্রতি পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক অপরাধবিষয়ক সভা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক সভায় এসব সিদ্ধান্ত হয় আমরা পুলিশের এই উদ্যোগকে বিলম্বিত বোধোদয়বললেও এমন শুভ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই সিদ্ধান্ত হয়েছে, যেসব তদন্ত কর্মকর্তার অভিযোগপত্র আদালতে দেওয়ার পরও আসামি খালাস পেয়ে যান, তাদের মামলার তদন্ত থেকে বিরত রাখা হবে পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে একই সঙ্গে অভিজ্ঞ কর্মকর্তা অথবা যেসব অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা অবসরে গেছেন তাদের দিয়ে নতুনদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে দুর্বল, দায়সারা বা উদ্দেশ্যমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করার বিস্তর অভিযোগ রয়েছে ইতোমধ্যে পুলিশের জবাবদিহি-স্বচ্ছতা-দায়বদ্ধতা এবং সেবার মান উন্নতকরণের লক্ষ্যে বিভাগীয় কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা মনে করি, জনকল্যাণে গৃহীত পুলিশের এসব সিদ্ধান্তের ইতিবাচক ফল দৃশ্যমান হবে

আমরা দেখছি, সমাজে অপরাধপ্রবণতা ক্রমেই বাড়ছে সমাজবিরোধীদের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পর্যায়ের অসাধুদের যোগসাজশ কিংবা সম্পৃক্ততার খবরও সংবাদমাধ্যমে কম উঠে আসছে না পুলিশ জনগণের বন্ধু, সেবাই পুলিশের ধর্মÑ এমন শোভন-সুন্দর বাণীসংবলিত সাইনবোর্ড আমরা দেখতে পাই কিন্তু অনেক ক্ষেত্রে এর অসাড়তাও প্রমাণিত . এএইচ খানের সম্পাদনায়বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ’-এর চতুর্থ খণ্ডে পুলিশ বাহিনী সম্পর্কে একটি নির্দেশনার কথা জানা যায় ওই বইয়ে উল্লেখ রয়েছে, ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে প্রথম পুলিশ সপ্তাহের উদ্বোধন করতে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণে বলেছিলেন, ‘মানুষকে ভালোবাসতে হবে এবং সেবা দিতে হবেতিনি এও বলেছিলেন, ‘স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা দুর্দিনে সাহায্য করা, যেন মানুষ শান্তিতে ঘুমাতে পারেবঙ্গবন্ধুর ওই নির্দেশনার গুরুত্ব অসীম

আমরা যেমন পুলিশের আধুনিকায়ন চাই, তেমনি পুলিশ যাতে নির্বিঘ্নে জনসেবায় মনোযোগী হতে পারে এবং দায়িত্ব-কর্তব্য পালনে নির্মোহ থেকে কাজ করতে পারে, সে রকম ব্যবস্থা নিশ্চিতকরণের ওপরও জোর দেই পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে উপকরণগত সীমাবদ্ধতা ঘুচানোর পাশাপাশি তাদের জীবনযাপনের ক্ষেত্রেও মানবিক ব্যবস্থা নিশ্চিত করা সমভাবেই গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি, যদি সুশাসন নিশ্চিত হয় তাহলে অনেক নেতিবাচকতারই অবসান ঘটবে আমরা এও মনে করি, পুলিশের দায়িত্ব পালনে নিষ্ঠার পাশাপাশি অসাধুদের অপরাধপ্রবণতা নিরসনে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম মনে রাখতে হবে, ব্যক্তির বদলি কিংবা পদাবনতি তার সংশোধনে হয়তো ভূমিকা রাখতে পারে, কিন্তু ব্যবস্থার বদল না হলে সেখানে পদায়ন হওয়া নতুন ব্যক্তির নতুন করে দায়িত্ব পালনে গাফিলতি কিংবা অনিয়মে জড়িয়ে পড়ার শঙ্কা থেকেই যাবে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা