× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পাদকীয়

চট্টগ্রামে অগ্নিঝুঁকি : নিরাপত্তা নিশ্চিত করুন

সম্পাদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ০২:০৯ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ০২:১০ এএম

অলঙ্করন : প্রবা

অলঙ্করন : প্রবা

নিরাপত্তাই প্রথমএটি কোনো আপ্তবাক্য নয় আমরা দেখছি, নির্মাণাধীন কোনো বহুতল ভবন কিংবা অন্য আরও বহু ক্ষেত্রেই বাক্যসংবলিত সাইনবোর্ড সাঁটানো থাকলেও অনেক ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিতকরণের ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ১৯ এপ্রিল প্রতিদিনের বাংলাদেশ-এর শীর্ষ প্রতিবেদন বিশেষ আয়োজনে চট্টগ্রামের অগ্নিঝুঁকি নিয়ে যেসব তথ্য উঠে এসেছে তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না বলা হয়েছে, মৃত্যুকূপে চলছে জীবিকার যুদ্ধ চট্টগ্রাম বিএম কন্টেইনার ডিপোর পর সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ দূর অতীতের ঘটনা নয় আমাদের স্মরণে আছে, জরুরি নির্গমন সিঁড়িসহ সব ধরনের নিয়ম মেনে ভবন নির্মাণ অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকার পরও রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিষাদের ছায়া কিভাবে বিস্তার লাভ করে ওই ঘটনার পর সংগত কারণেই প্রশ্ন উঠেছিল, নিরাপত্তামূলক ব্যবস্থা সত্ত্বেও কেন মর্মন্তুদ ঘটনার ছায়া সরানো যাচ্ছে না সংগতই এও প্রমাণিত হয়, ব্যবস্থা নিশ্চিতকরণই যথেষ্ট নয় সব ব্যবস্থার কার্যকারিতা উপকরণের ব্যবহারের বিষয়টি সমধিক গুরুত্বপূর্ণ আমরা জানি, এপ্রিল থেকে জুন পর্যন্ত শুষ্ক মৌসুমের এই কয় মাসে দেশে অগ্নিকাণ্ড সবচেয়ে বেশি ঘটে কিন্তু বছর মৌসুম শুরুর আগেই গুলশানের ওই ঘটনা সতর্ক হওয়ার অনেক বার্তাই দিয়েছিল

আমরা শুনেছি, সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলগুলোর তরফেও এসব সতর্কবার্তার প্রতি গুরুত্ব আরোপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছিল কিন্তু দুঃখজনকভাবে এর মধ্যেই প্রায় ধারাবাহিকভাবে ঢাকায় কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে সর্বশেষ মর্মস্পর্শী দৃষ্টান্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বঙ্গবাজার নিউ সুপার মার্কেট চট্টগ্রাম নিয়ে প্রতিদিনের বাংলাদেশ- শুধু অগ্নিঝুঁকিতে থাকা বিভিন্ন স্থাপনার চিত্রই তুলে ধরা হয়নি, একই সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে যা জানা গেছে তাও উদ্বিগ্নতা হতাশা বই কিছু নয় অপরিকল্পিত নগরায়ন, স্থাপনা পানির সংকট এর মধ্যে অন্যতম চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মার্কেটে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির যে চিত্র উঠে এসেছে, এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিতকল্পে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সময় ক্ষেপণের মতো সময় আছে বলেও মনে হয় না শুধু চট্টগ্রামের বিভিন্ন শপিং মলই নয়, ২৯টি রি-রোলিং মিলের মধ্যে ২৬টির চিত্র চরম ঝুঁকিপূর্ণ রকম ঝুঁকিপূর্ণ অন্য কারখানার সংখ্যাও অনেক অধিকাংশ কলকারখানায় নেই ফায়ার সেফটি প্ল্যান! এক একটি ঝুঁকিপূর্ণ মার্কেট কিংবা কলকারখানায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যেভাবে জীবিকার সংগ্রাম চালাচ্ছে, তা শুধু বিস্ময়করই নয়, যুগপৎ প্রশ্নবোধকও আমরা দেখছি, এক একটি মর্মন্তুদ ঘটনা ঘটছে আর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তরফেহবে’, ‘হচ্ছে প্রতিশ্রুতি উচ্চারিত হচ্ছে কিন্তু বিস্ময়কর হলো, সময় গড়িয়ে যায়, কাজের কাজ কিছুই হয় না

সম্প্রতি ঢাকায় একের পর এক আগুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বন্দরনগরী চট্টগ্রামের যে চিত্র উঠে এসেছে, তাতে শঙ্কার ছায়া বিস্তৃত না হওয়ার কোনোই কারণ নেই একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কিছু জরুরি বিষয় স্পষ্ট করে সামনে চলে এসেছে তা হলো, শুধু নিয়ম মেনে ভবন নির্মাণ আধুনিক অগ্নিনিরাপত্তাব্যবস্থা থাকলেই হবে না, সেগুলোর যথাযথ ব্যবহার করা হচ্ছে কি না এও সমান গুরুত্বপূর্ণ বিষয় অগ্নিনিরাপত্তা বিধিগুলোর সঙ্গে মানুষকে সচেতন করে তোলা তো বটেই, একই আগুনে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় কী করণীয় সেসব বিষয়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করাও জরুরি আমরা সম্পাদকীয় স্তম্ভেই নিউ সুপার মার্কেটের ঘটনার পর লিখেছি, অগ্নিঝুঁকি দূর করতে প্রক্রিয়া কিংবা ব্যবস্থাপনার বিষয়গুলো যেন জটিলতার জটাজালে জড়িয়ে না থাকে আমরা একই সঙ্গে এও মনে করি, ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে বহুমুখী নজরদারি কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি নাশকতার বিষয়ে কোনো কোনো মহল থেকে যে সন্দেহ প্রকাশ করা হচ্ছে তাও আমলে রাখা দরকার আধুনিক এই যুগের অগ্নিশিখার পোড়াকাব্য ক্রমাগত ভারী হয়ে উঠবে তা কোনোভাবেই হতে পারে না চট্টগ্রামের অগ্নিঝুঁকির কারণগুলো যেহেতু অচিহ্নিত নয়, সেহেতু এর প্রতিবিধান নিশ্চিত করার ক্ষেত্রে কালক্ষেপণও কাম্য নয় এক একটি ঘটনায় হতাহত সম্পদহানির পরও পারস্পরিক দোষারোপের এবং সমন্বয়হীনতার বিষয়গুলোও দৃশ্যমান হচ্ছে এর কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হবে না, তা তো হতে পারে না সম্পদের মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু জীবনের নয় জীবন অমূল্য, এটাই চিরন্তন সত্য

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা