× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ মার্চ, ১৯৭১

বাঙালি সিএসপি কর্মকর্তাদের আন্দোলনের সমর্থনে মিছিল

মামুন রশীদ

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:০৮ পিএম

অলঙ্করন : প্রবা

অলঙ্করন : প্রবা

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের টালবাহানা বাঙালিকে ক্ষুব্ধ করে। মানুষ মার্চের শুরুতেই প্রতিবাদে রাস্তায় নেমে আসে। স্বাধীনতার স্পৃহা মানুষকে ঐক্যবদ্ধ করে। শেষ না দেখে মানুষ ঘরে ফিরতে রাজি নয়, তেমন ভাবনাও কারও মাঝে নেই। ক্ষমতা হস্তান্তরে পাকিস্তানিদের ষড়যন্ত্রের জাল ছিঁড়তে বাংলার আপামর জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মার্চের শুরু থেকেই অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে থাকে।

স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় হরতাল। সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে কর্মস্থল বর্জন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানেও চলতে থাকে ধর্মঘট। পাকিস্তানিদের ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে ঘরে ঘরে উড়তে থাকে কালো পতাকা। যানবাহনেও কালো পতাকা ওড়ানো অব্যাহত থাকে। এদিন গণঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান পাকিস্তানকে রক্ষার একমাত্র পথ হিসেবে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে পাকিস্তানের লাহোরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ভাগ্যের কি নির্মম পরিহাস, দোষ করা হলো লাহোরে, কিন্তু বুলেট বর্ষিত হলো ঢাকায়! পাকিস্তানের এই পরিস্থিতির পেছনে পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোকে দায়ী করে ন্যাপের মহাসচিব সি.আর. আসলাম লাহোরে এক বিবৃতিতে বলেন, ‘ভুট্টোর হুমকিপূর্ণ মনোভাব ও ক্ষমতার লিপ্সাই রাজনৈতিক সংকটকে আরও মারাত্মক করে তুলেছে। তিনি দেশের বর্তমান সংকটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাও দায়ী বলে উল্লেখ করে বলেন, ‘এ ক্ষেত্রে ভুট্টোও নিজের দায়িত্ব এড়াতে পারেন না। সময় যত গড়াতে থাকে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি তত সংকটময় হয়ে উঠতে থাকে। ১২ মার্চ পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জনসাধারণকে ভরসা রাখার আহ্বান জানিয়ে এদিন ময়মনসিংহে এক জনসভায় ন্যাপপ্রধান আবদুল হামিদ খান ভাসানী সাত কোটি বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। জনসভায় তিনি বলেন, ‘আমি জানি শেখ মুজিবুর রহমান কখনই বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনারা শেখ মুজিবের ওপর সম্পূর্ণ ভরসা রাখুন।’

মার্চের শুরু থেকেই বাংলাদেশে পাকিস্তানি শাসকদের শাসনব্যবস্থা ভেঙে পড়ার যে নজির স্থাপিত হয়, তা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দৃঢ় হয়। সেনাছাউনি ছাড়া কোথাও পাকিস্তানি শাসনব্যবস্থার অস্তিত্ব ছিল না। এদিন বগুড়া জেলখানা ভেঙে পালিয়ে যায় ২৭ জন কয়েদি। এ সময় কারারক্ষীদের গুলিতে নিহত হয় ১ জন কয়েদি এবং আহত হয় ১৫ জন। রাজপথে মিছিল-সমাবেশ চলতেই থাকে। মানুষ ভেতরে ভেতরে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। পরিস্থিতি আঁচ করতে কষ্ট হয়নি পাকিস্তানি শাসকদেরও। তাই রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় স্থগিত করা হয় ২৩ মার্চ পাকিস্তান দিবসের নির্ধারিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান। কিন্তু তার পরও ষড়যন্ত্র থেমে থাকেনি। তাই বাংলাদেশের জন্য প্রেরিত খাদ্যবোঝাই মার্কিন জাহাজের গতি বদলে নেওয়া হয় করাচিতে। এ ঘটনার প্রতিবাদে ১২ মার্চ প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ দলের নেতা ক্যাপ্টেন মনসুর আলী এক বিবৃতিতে উৎকণ্ঠা ও নিন্দা প্রকাশ করেন। এদিনে প্রকাশিত দৈনিক পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, বাঙালি সিএসপি কর্মকর্তারা চলমান আন্দোলনের সমর্থনে মিছিল করেছেন। আওয়ামী লীগের তহবিলে একদিনের বেতন অনুদান দিয়েছেন তারা। বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শকরাও অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে জানিয়ে ঢাকাসহ সারা দেশে অনির্দিষ্টকাল প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা