× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাধারণ্যে

অত ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন নেই

আমিরুল আবেদিন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৪ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৩ এএম

অত ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন নেই

কাশেম মির্জা থাকেন গেন্ডারিয়ায় একসময় ব্যবসা করতেন এখন অবসর জীবনযাপন করছেন মিরপুর থেকে একটি গণপরিবহনে যাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাসে নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেওয়ার পর তাকে সচেতন করার চেষ্টা থেকেই আলাপের সূত্রপাত সেই আলাপের চুম্বক অংশ উপস্থাপন করা হলো

 

আপনার কাছ থেকে ভাড়া টাকা বেশি রেখেছে আপনি জানতেন না ভাড়া কত?


ভাড়া বেশি নিলে কি করার আছে? আমি সেই ২০০৫ সালে একবার এই রাস্তায় এসেছিলাম, এরপর তো আর আসা হয়নি তাই ভাড়া বেশি নিলেও কিছু করার নেই ব্যাপারে কোথাও তো নিয়ন্ত্রণ নেই টিকিটের ব্যবস্থা করল, তবে একেক মেশিনে একেক ভাড়া এটা অনেকের জন্যই সমস্যা আমি যেহেতু জানি না, তাই সমস্যাটা বুঝতে পারিনি যেহেতু নতুন পদ্ধতি তাই আরেকটু দেখা দরকার তবে এটাও সত্য, প্রতিদিনই জন্য নজরদারি বাড়ানো দরকার না হলে আমাদের অপেক্ষার প্রতিদানটা তো পাব না জনকল্যাণে সরকারের প্রতিশ্রুতি আছে এভাবেই তো সে প্রতিশ্রুতি রক্ষা করতে হয়

 

২০০৫ সালের পর এখানে আবার আপনার কাছে মনে হচ্ছে না নতুন?

সত্যি বলতে কি আমি অভিভূত! এককালে ব্যবসা করার জন্য আমাকে প্রায়ই ভারতে যেতে হতো সেখানে কত সুন্দর অবকাঠামো আমি অনেকদিন ভেবেছি, আমাদের দেশেও একদিন এমন ভালো ভালো অবকাঠামো তৈরি হবে এখন অবস্থা বদলে গেছে বাংলাদেশেও এখন এমন অবকাঠামোর অভাব নেই দেশ যখন স্বাধীন হয় তখন আমার বয়স কতটুকুই-বা! ওই সময়ে আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল কিন্তু দেশ এখন অনেক এগিয়েছে পদ্মা সেতু দেখে মানুষ মুগ্ধ! আপনি কি জানেন ভারত থেকে অনেক ইউটিউবার পদ্মা সেতু দেখতে আসেন তারা আমাদের দেশের প্রশংসা করেন ঠিক এখানেও আমি সেই ২০০৫ সালে এসেছিলাম রেডিসন হোটেলের পর থেকে রাস্তা কী দারুণ হয়েছে! তখন অনেক সময় লাগত আর এখন দুই-তিন ঘণ্টার রাস্তা আধঘণ্টায় চলে এলাম

 

কিন্তু এই পথেই বিআরটিএ প্রকল্প নিয়ে ভোগান্তির শেষ নেই বিষয়ে ভেবে দেখেছেন?

এটা ভুল বলেননি কিন্তু আপনাকে বুঝতে হবে কিছু জিনিস আমি অবশ্য আপনাকে বিশেষজ্ঞের জায়গা থেকে বলছি না অনেক রাষ্ট্রেই দেখবেন সরকার কাঠামো চার বছরের তবে সমন্বয় আর নিয়ন্ত্রণের জায়গাটা আলাদা আমাদের দেশে সবকিছুই সরকারকেন্দ্রিক তাই আমাদের দেশে পাঁচ বছরের সরকার কোনো উন্নয়ন ঘটাতে পারবে না তাদের সেই সদিচ্ছা থাকলেও নানা কারণে সম্ভব হবে না দীর্ঘমেয়াদি সরকার না থাকলে আমরা বিপদে পড়ব সরকারকেও বিষয়টা বুঝতে হবে আর আমাদের মতো জনগণের কথা ভাবতে হবে উন্নয়ন কাজ চলাকালে ভোগান্তি কিছুটা হবেই পত্রিকা পড়ি বলে মাঝেমধ্যে দেখি, আমরা প্রকল্পে বিকল্প জায়গা রাখিনি এত জায়গা কি আমাদের আসলেই আছে? এটাও আমি ভাবি এর উত্তর দরকার আমার তো মনে হয়, সরকার প্রকল্প নিলে যেন সঠিক সময়ে শেষ হয় এর জন্য কঠোর অবস্থান নিতে হবে এটাই তো সহজ হিসাব কীভাবে করবে, দায়িত্ব তো সরকারের থাক আমাদের অত ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন নেই

 

আলাপনে : আমিরুল আবেদিন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা