× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামাতুল আনসার যেভাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ০২:০১ এএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ০২:০২ এএম

অলঙ্করন : প্রবা

অলঙ্করন : প্রবা

২৫ জানুয়ারি একটি দৈনিকের প্রতিবেদনের শীর্ষ শিরোনাম- ‘লক্ষ্য ছিল কারাগারে হামলা ওই সচিত্র প্রতিবেদনে বলা হয়েছে, বড় হামলা করে আত্মপ্রকাশ করতে চেয়েছিল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া পাহাড়ে তারা শতাধিক সদস্য নিয়ে প্রশিক্ষণ চালাচ্ছিল তাদের কয়েকজনকে আটকের পর তাদের দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে এই তথ্য এর আগে প্রতিদিনের বাংলাদেশ- প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ৩২ তরুণের নিখোঁজ হওয়ার খবর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তাদের অনুসন্ধানে তৎপরতা চালানোর মাঝে কয়েকজনের খোঁজ মিলেছে

সংবাদমাধ্যমে খবর এসেছে, ওই তরুণদের কেউ কেউ স্বেচ্ছায় জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন; আবার কেউ জঙ্গি সংগঠন দ্বারা অপহৃত হয়েছেন জঙ্গি সংগঠনগুলো তাদের সংগঠনে মূলত তরুণদেরই ভেড়াতে চায় তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের তৎপরতাও থাকে জোরালো জঙ্গি সংগঠনগুলো যখন রিক্রুটিং কার্যক্রম পরিচালনা করে তখন তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বেছে নেয় তাদের এই নির্ধারিত জনগোষ্ঠী থেকেই জঙ্গি তৈরি করার পরিকল্পনা তারা শুরু থেকেই করে ফেলে প্রাথমিক পর্যায়ে জন্য তারা ব্রেনওয়াশিং বা মগজ ধোলাইয়ের বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে এই ব্রেনওয়াশিংয়ের ফলে তরুণরা অধিকাংশ ক্ষেত্রেই ভুল পথে চালিত হয় যেমনটা সংবাদমাধ্যমে বলা হয়েছে, অনেকেই কথিত হিজরতের উদ্দেশ্যে ঘর ছেড়ে নিখোঁজ হয়েছে এটিও মগজ ধোলাইয়ের ফলে হয়েছে ব্রেনওয়াশিংয়ের মাধ্যমে তরুণদের ঘরছাড়া করানোর পর জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা শুরু হয় এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত তরুণদের নানাভাবে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয় রিক্রুটিংয়ের এই প্রক্রিয়াটি বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও বলা যায় একই রকম

জঙ্গি অপতৎপরতা থামাতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা ব্যাপক সফলতা দেখিয়েছেন এই সফলতার পরিপ্রেক্ষিতেই জঙ্গি কার্যক্রম অনেক স্তিমিত হয়ে আছে বটে কিন্তু জঙ্গিরা গোপনে গোপনে তৎপর রয়েছে এই দুই- সত্য স্বভাবতই অবস্থায় জঙ্গি সংগঠনগুলো নিজেদের উজ্জীবিত করতে নতুন উপায় খুঁজছে জন্যই জাতীয় নির্বাচনের আগে তারা ফের পুনর্গঠিত হতে শুরু করেছে দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতা এই পুনর্গঠনে তাদের নানাভাবে সাহায্য করে সেই পুনর্গঠন প্রক্রিয়াতেই একটি দৃশ্যমান অংশ সম্ভবত র্ব্তমানে তরুণদের গৃহত্যাগ কিংবা নিখোঁজ হওয়ার খবর সংবাদমাধ্যমে পাওয়া বিভিন্ন খবর এবং পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে পাওয়া বিভিন্ন চিহ্ন বিশ্লেষণ করলে বোঝা যায়, জঙ্গি সংগঠনগুলো ফের তৎপর হয়ে উঠতে শুরু করেছে এমন আশঙ্কাও অমূলক নয়, তারা সংগঠিত শক্তি জুগিয়ে পরিকল্পিতভাবে ফের দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারে

আমাদের দেশে যে জঙ্গিবাদ প্রচলিত, তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের সম্পর্ক খুব ক্ষীণ কথা অনেকে হয়তো মেনে নিতে পারবেন না কারণ অতীতে হলি আর্টিজানের মতো ঘটনাও আমাদের আতঙ্কিত করে তুলেছিল কিন্তু একটু সূক্ষ্মভাবে বিচার করলে বোঝা যাবে আন্তর্জাতিক কোনো ইস্যু নিয়ে আমাদের এখানে জঙ্গিবাদ সক্রিয় হয়নি এমনকি হলি আর্টিজানের বিষয়টিও আন্তর্জাতিক কোনো ইস্যু ছিল না জঙ্গিদের ওই হামলার পরিকল্পনা বাংলাদেশকে কেন্দ্র করে গড়া হলি আর্টিজানে যাদের ওপর হামলা করা হয় তাদের মধ্যে বাংলাদেশের নাগরিকসহ ছিলেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশের নাগরিকরা সম্ভবত তাদের হামলার লক্ষ্য ছিল আমাদের আন্তর্জাতিক সম্পর্কে চিড় ধরানো আমাদের এখানে জঙ্গিরা সব সময় দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়েই সক্রিয় বলা যেতে পারে দেশীয় রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশকে কেন্দ্র করে, বিশেষত নির্বাচনের আগমুহূর্তে এই পুনর্গঠন প্রক্রিয়া বারবার আবর্তিত হয় সময় রাজনৈতিক স্বার্থে অনেক ক্ষেত্রেই জঙ্গিবাদকে ব্যবহার করার ঘটনাও ঘটেছে আমরা বরাবরই বলে আসছি, দেশের রাজনীতিকে প্রভাবিত করার জন্যই জঙ্গিবাদ সক্রিয় হয়ে ওঠে জামাতুল আনসারের আটক সদস্যরা তাদের আত্মপ্রকাশের প্রস্তুতিপর্বের বার্তা দিয়েছে তা আমলে রেখে এগুতে হবে

সম্প্রতি পাহাড়ে চার ওস্তাদজির (জঙ্গি প্রশিক্ষক অর্থে) নাম এবং তরুণদের নিখোঁজ হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর আমরা আবারও জঙ্গিবাদ সক্রিয় হওয়ার আগাম সংকেত পাচ্ছি রিক্রুটিং কিংবা হিজরত; যে নামেই বলা হোক না কেন, জঙ্গিরা আবার সংগঠিত হতে শুরু করেছে অবশ্যই প্রচেষ্টাকে ব্যর্থ করতে হবে নতুবা দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে প্রথমেই বলেছি, জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সাফল্য ব্যাপক তবু প্রশ্ন থেকেই যায়, জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের করণীয় কি? এর সদুত্তর পেতে হলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দায়িত্বের ক্ষেত্রটি বোঝা দরকার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দায়িত্ব সশস্ত্র জঙ্গিদের পৃথক করে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু জঙ্গিদের পৃথক করার কাজটি সহজ নয় জঙ্গিবাদের আদর্শিক চেতনা কারো কারো মস্তিষ্কে অবস্থান করে বলেই তা পৃথক করা সহজ নয় জঙ্গিবাদের বীজ তাদের মস্তিষ্ক থেকে উৎখাত করতে সামাজিক পরিসরে শান্তি সম্প্রীতির বীজ বপন করতে হবে যেমনটা বলেছি, এটি খুব কঠিন একটি কাজ এবং কাজটি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর মূল দায়িত্বের আওতায় পড়ে না তাদের দায়িত্বের আওতায় যতটুকু রয়েছে, সেখান থেকে তারা সহায়ক ভূমিকা পালন করে সফলতা দেখিয়েছেন সে জন্য জঙ্গি কার্যক্রম কিছুটা স্তিমিত হলেও নির্মূল হয়নি জঙ্গিবাদকে পুরোপুরি নির্মূল করতে হলে কাজ করতে হবে সমাজকে রাজনীতিক, সমাজবিদসহ সমাজে অবস্থিত প্রতিটি সচেতন মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে জঙ্গিবাদের আদর্শিক চেতনা সমাজের ভেতরেই প্রথমে থাকে বলে তরুণ প্রজন্মের দিকে নিবিড় পর্যবেক্ষণের বিষয়টি জোরদার করতে হবে বিশেষত জঙ্গিরা যাতে তরুণদের রিক্রুটিং করতে না পারে, সে জন্য সামাজিক তদারকির বিকল্প নেই জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে সামাজিক দায়িত্বের বিকল্প নেই

দুঃখজনক হলেও সত্য, জঙ্গিবাদ নির্মূলে সামাজিক দায়িত্বের বোঝা আমরা পুলিশের ওপর চাপিয়ে দেই রাজনৈতিক সামাজিক দায় এড়িয়ে জঙ্গিবাদের মূলোৎপাটন সম্ভব নয় জঙ্গি তৎপরতা পুরো বিশ্বেই একটি বড় সমস্যা যেহেতু জঙ্গিবাদের বীজ মানুষের মস্তিষ্কে সুপ্তাবস্থায় থাকে, সেহেতু সামাজিক পরিসরে এর বিরুদ্ধে পদ্ধতিগত ব্যবস্থা নিতে হয় অনেক দেশে জঙ্গিবাদ নির্মূলের জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহৃত হচ্ছে আমাদেরকেও একটি কৌশল নিয়েই এগোতে হবে যেন আদর্শিকভাবে জঙ্গিবাদ নির্মূল করা যায় তারপরও অনেকে প্রশ্ন করেন, ক্ষেত্রে আমাদের কৌশলটা কি হতে পারে? উত্তরটা কিন্তু দেওয়া হয়েই গেছে রাজনৈতিক সামাজিকভাবে এগিয়ে না এলে জঙ্গি কর্মকাণ্ড থামানো সম্ভব না সমাজে সব ধরনের মানুষ অবস্থান করে এখানে শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, রাজনৈতিক সমাজপতিসহ অনেক শ্রেণি-পেশার মানুষের বাস ক্ষেত্রে সমাজের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে স্বকীয় ভূমিকা নিতে হবে যখন সামাজিকভাবে জঙ্গিবাদ নিয়ে সবার মনে চিন্তাভাবনা সতর্কতা থাকবে, তখন প্রত্যেকটি এলাকা জঙ্গি আক্রমণের বিপরীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে পারবে ক্ষেত্রে তরুণ প্রজন্মকে একটি প্রতিবাদী প্রতিরোধমূলক অবস্থানে নিয়ে যেতে পারলেই আমরা সফলতার মুখ দেখব এভাবে সমাজের প্রত্যেকটি অংশে সামাজিক অবস্থানের মাধ্যমে জঙ্গিবাদ দমন করা যেতে পারে এটাকেও একটি কৌশল বলা যায় সরকার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এক্ষেত্রে সর্বাগ্রে সহায়ক ভূমিকা পালন করবে এমনটা দৃঢ়ভাবেই বলা যায় আমার মনে হয়, সামাজিক পরিসরে নতুন একটি কৌশল তৈরি করাটাই আপাতত কঠিন কাজ

দেশে জঙ্গিবাদ সব সময় দেশীয় প্রেক্ষাপটেই সংঘটিত হয়েছে এবং হচ্ছে প্রতিবারই জঙ্গিরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রগতির পথ রুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ঘটাতে চেয়েছে শুধু তাই নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করে মানুষকে ভুল পথে পরিচালনা করার পাশাপাশি অগ্রগতির সুফল থেকে দেশকে বঞ্চিত করার বিষয়টি তাদের হীনউদ্দেশ্য হিসেবে ছিল এবং আছে আন্তর্জাতিক জঙ্গিবাদের আবরণ নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা জঙ্গিদের মধ্যে আছে মূলত দেশীয় পৃষ্ঠপোষকরা একে আন্তর্জাতিক একটি রূপ দিয়ে থাকেন, যাতে নিজেদের আড়াল করা যায় মনে রাখতে হবে, জঙ্গিবাদ রাজনীতির সুযোগ নেয় না রাজনীতিই তার স্বার্থে জঙ্গিবাদকে ব্যবহার করে জঙ্গিবাদের বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও অতীতে দেখেছি রাজনীতিতে জঙ্গিবাদে হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রবণতা থামানোর বিষয়ে আমাদের মনোযোগ বাড়ানো দরকারতাই রাজনৈতিকদের ব্যাপারে বড় দায়বদ্ধতা রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও জঙ্গিবাদকে ব্যবহারের নানা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাব— এমনটি অতীতের প্রেক্ষাপটে অনুমান করা যেতে পারে পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে তো হবেই, সামাজিক প্রতিরোধেরও বিকল্প নেই পৃষ্ঠপোষকদের যদি জঙ্গিবাদ থেকে আলাদা করা যায়, তাহলে এর নির্মূল অভিযান সহায়ক ভূমিকা রাখবে

লেখক : নিরাপত্তা বিশ্লেষক  ইনস্টিটিউট অব কনফ্লিক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইসিএলডিএস)-এর নির্বাহী পরিচালক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা