× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রজন্মের ভাবনা

মুদ্রণশিল্পের কঠিন সময়

মো. আবদুল ওহাব বাবুল

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ০২:৪২ এএম

অলঙ্করন : প্রবা

অলঙ্করন : প্রবা

দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর অন্যতম মুদ্রণশিল্প। এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছে দেশের অনেক মানুষের কর্মসংস্থান। এই শিল্পের পরিসর কম নয়। মুদ্রণশিল্পে শুধু লেখক ও প্রকাশকরাই জড়িত এমনটি ভাবার কারণ নেই। এই শিল্পের সঙ্গে আরও অনেকেই জড়িত। যেকোনো প্রতিষ্ঠান তার প্রচার-প্রচারণা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ডকুমেন্টেশনের আশ্রয় নেয়। এই ডকুমেন্টেশন কার্যক্রমের ধারাবাহিকতার স্বার্থে মুদ্রণের বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতে হয়। তাই কাগজ, কালিÑ এই দুটো পণ্যের দাম বাড়লে প্রত্যেক ক্ষেত্রেই এর বিরূপ প্রভাব পড়ে

তিন বছর আগে মহামারি করোনা যখন বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশকেও স্থবির করে দেয়, তখন মুদ্রণশিল্পে বিশাল ধাক্কা লাগে। মুদ্রণশিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রের কাজও বন্ধ থাকে।  এ সময় অফিস ও বিভিন্ন প্রকাশনার কার্যক্রম অনলাইনভিত্তিক হয়ে ওঠায় মুদ্রণ প্রতিষ্ঠানের কাছে কাজ আসা কমে যায়। ফলে মুদ্রণশিল্পে কর্মরত অনেকেই পড়েন বিপাকে। দেশে অনেক মুদ্রণ কারখানা এর আগে কোনোমতে টিকে থাকলেও করোনার সময় তা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। দেশের শীর্ষ অনেক সংবাদপত্রের বিক্রি যেখানে কমে গিয়েছিল, সেখানে ছোটখাটো মুদ্রণ প্রতিষ্ঠানের অবস্থা কল্পনা করা কঠিন বিষয় নয়। করোনার পর যখন আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে, তখন নতুন আরেকটি সমস্যা দেখা দেয়। কাগজ ও কালির দাম আন্তর্জাতিক বাজারে সম্প্রতি অনেক বেড়ে গেছে।

নতুন করে কাগজের দাম বাড়ায় মুদ্রণশিল্প সংশ্লিষ্টরা কঠিন সময় পার করছেন কাগজ সংকট থাকায় মুদ্রণশিল্প চরম সংকটে পড়েছে। অন্যদিকে হিমশিম খাচ্ছেন সংবাদপত্র, প্রকাশনা সংস্থার মালিকরা। মুদ্রণ কর্তৃপক্ষের দাবি, কাগজের দাম বাড়ায় তারা ব্যাপক লোকসানে রয়েছে। কাগজের দাম বাড়ানোর বিষয়ে এর মধ্যে প্রতিবাদ হলেও মনে রাখতে হবে, মুদ্রণশিল্পের আউটপুটে একটি পণ্য বের হয়ে আসে। এই পণ্যের বিপণন ও মান বজায় রাখার জন্যই শিল্প কাঠামোর মানোন্নয়ন এবং সময় বিশেষে সমন্বয়ের বিষয়টিও আনতে হয়। মুদ্রণশিল্পের প্রধান উপাদান কাগজের দাম দিগুণ হওয়ায় সংশ্লিষ্ট শিল্পগুলো ব্যাপক ঝামেলায় রয়েছে। সামনে অমর একুশে বইমেলা। এমন সময় কাগজের দাম ও মুদ্রণ খরচ বাড়ায় নতুন বই কম প্রকাশের আশঙ্কা রয়েছে। অন্যদিকে সংবাদপত্রও নানা সংকটের মধ্য দিয়ে পার করছে দিন। যদিও দায়বদ্ধতার জায়গা থেকে নতুন সংবাদপত্রও চালু হয়েছে এবং এই সংকটময় মুহূর্তেও এসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার পালনে ব্রতী। কাগজ ও কালির দামের ক্ষেত্রে যে অস্থিরতা দৃশ্যমান হচ্ছে, তার লাগাম টানতে হবে সরকারকেই। চলমান বৈশ্বিক সংকটে বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দাম হুটহাট বেড়ে যাচ্ছে। প্রত্যেক রাষ্ট্রই তাদের বিভিন্ন শিল্পের গুরুত্ব ও সম্ভাবনার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা নিয়ে থাকে। আমাদের দেশে মুদ্রণশিল্পের গুরুত্ব বিবেচনায় সরকারকে কল্যাণমুখী পরিকল্পনা ও মুদ্রণশিল্পে জড়িত প্রত্যেকের সুযোগ-সুবিধার বিষয়ে ভাবতে হবে। তা না হলে কেমন সমস্যা হতে পারে, তার একটি বড় উদাহরণ হতে পারে এ বছরের পাঠ্যপুস্তক অর্থাৎ বই উৎসব কর্মসূচি। এমন মহৎ একটি কর্মসূচি চালু থাকার পরও শিক্ষার্থীদের হাতে সময় মতো সব বই পৌঁছে দেওয়া যায়নি। এটি একটি উদাহরণ। এমন আরও সংকট সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিদ্যমান

 

 

লেখক : শিক্ষার্থী, হাতিয়া, নোয়াখালী

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা