× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ পিএম

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন

এমন একটা সময় ছিল যখন দেশের বিভিন্ন অঞ্চলের ঘরবাড়ি অন্ধকারাচ্ছন্ন থাকত। তখন শহরে বিদ্যুতের আলোর ঝলক দেখা গেলেও যোগাযোগব্যবস্থা ও উৎপাদনসক্ষতা না থাকায় বহু গ্রাম ছিল বিদ্যুৎহীন। কিন্তু বর্তমানে দেশের অকল্পনীয় উন্নয়নের ফলে বিদ্যুতের চাহিদা মিটিয়ে শুধু শহরে নয়, মফস্বলেও অন্ধকারে ফুটেছে আলো। বর্তমানে দেশের সর্বত্র শতভাগ বিদ্যুতের জোগান দিয়ে যাচ্ছে সরকার। কিন্তু বেশ কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির দিকে। ফলে সারা দেশে প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এতে নির্ভরশীল বিভিন্ন কারখানায় উৎপাদন হ্রাস পাচ্ছে।

আমরা মনে করি, এতে দেশের অর্থনীতিতে দেখা দিতে পারে চরম মন্দাভাব। এ কথা সত্য, দেশের বিভিন্ন খাতের পণ্য উৎপাদনে বৈদ্যুতিক শক্তি মূল নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। তার চেয়েও বড় সত্য, বিদ্যুৎ উৎপাদন হ্রাসের মূল কারণ হচ্ছে অপচয়। বিশেষ করে অতিমাত্রায় বিদ্যুতের অপচয় লক্ষ করা যায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। বাসাবাড়িগুলোতেও যেখানে অযথা লাইট, ফ্যান, এসিসহ বিভিন্ন ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে। শহরের বাসাবাড়িতে অত্যধিক মাত্রায় টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, হিটার, ইস্তিরিসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়; যেগুলো বিদ্যুৎ অপচয়ের জন্য দায়ী।

এ ছাড়া রান্নার কাজের জন্য অপ্রয়োজনীয় গ্যাসের ব্যবহার করে শহরাঞ্চলের মানুষ। এমনকি কাপড় শুকানোর কাজেও দীর্ঘ সময় ধরে চালিয়ে রাখে বৈদ্যুতিক ফ্যান। গ্রামাঞ্চলের চিত্রও এখন একই। শহরাঞ্চলের ছোঁয়া লাগাতে গিয়ে আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করছে গ্রামের মানুষ। যেখানে ঘটছে প্রয়োজনের অধিক সময় টিভি, ফ্রিজের ব্যবহার।

এ ছাড়া বাসায় ফ্যান, লাইট চালু রেখে অন্য কাজে ব্যস্ত থাকতে দেখা যায় গ্রামের মানুষকে। বর্তমানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জা করা হয়, যেটা অতিমাত্রায় বিদ্যুৎ অপচয়ের জন্য দায়ী।

এ অবস্থায় বিকল্প পদ্ধতি তথা সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা, পাওয়ার সেভিংস বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার, দিনের বেলায় লাইট, ফ্যান কিংবা এসি কম ব্যবহার করে বাইরের আলো প্রবেশ করানোর ব্যবস্থা করা, ওয়াশিং মেশিন ব্যবহারের পরিবর্তে হাতে কাপড় কাচা, কাপড় ইস্তিরির জন্য বিদ্যুৎ ব্যবহার না করে দোকানে কয়লার দ্বারা চালানো ইস্তিরি ব্যবহার করা ইত্যাদি দিকে খেয়াল করা যেতে পারে। এ ছাড়া বাইরে বের হওয়ার সময় সব বৈদ্যুতিক সুইচ বন্ধ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে জাতীয় সম্পদের অপচয় রোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। অবশ্য এটা সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। তাই সুনাগরিক হিসেবে প্রত্যেকের নিজ জায়গা থেকে এগিয়ে আসা এবং নিজে সচেতনতা অবলম্বনপূর্বক অন্যজনকে সচেতন করার মাধ্যমে বিদ্যুতের অপচয় কমাতে হবে।

  • মিজানুর রহমান সরকার, মায়াকানন, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা