× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিজমি রক্ষা করতে হবে

মো. নাছির মিয়া দেওয়ান, সাংবাদিক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯ পিএম

কৃষিজমি রক্ষা করতে হবে

কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের পরও দেশের অর্থনীতি এখনও কৃষির ওপর অনেকাংশে নির্ভরশীল। বিশেষ করে দেশের খাদ্য চাহিদা মেটাতে যে বিপুল পরিমাণ খাদ্যশস্যের দরকার হয় তা আসে কৃষি থেকেই। বাস্তবতা হচ্ছে দিনদিন কমে যাচ্ছে কৃষি জমি। কৃষিজমির পরিমাণ এতটাই কমছে যে, তা রীতিমতো উদ্বেগজনক। এতে কৃষিজীবীদের সংখ্যা কমছে।  পেশাধারী কৃষকরা অন্য পেশায় ঝুঁকে পড়ছে। অবস্থা দেখে মনে হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে কৃষিপ্রধান বাংলাদেশÑ এ সুনাম ধরে রাখা যাবে না। প্রাথমিকভাবে বলা যায়, দ্রুত জনসংখ্যা বৃদ্ধিই কৃষিজমি কমে যাওয়ার কারণ। জনসংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ঘরবাড়ি ও আবাসন। দেশের বিভিন্ন স্থানে হচ্ছে ছোট-মাঝারি এবং বড় বড় শিল্পকারখানাও। পরিসংখ্যান বলছ,  যার অধিকাংশ তৈরি হচ্ছে আবাদযোগ্য কৃষিজমিতে। এছাড়া নতুন রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ তো হচ্ছেই। এসবের জন্যও কৃষিজমি ব্যবহার করা হচ্ছে। এমনকি বিভিন্ন স্থানে নদীভাঙনের করলেও পড়ছে কৃষিজমি কমছে। কৃষিজমি স্বল্পতার কারণে কৃষক তুলনামূলকভাবে ফসল উৎপাদন করতে পারছে না। এতে অতিরিক্ত মূল্যে বিদেশ থেকে খাদ্যপণ্য আমদানি করলে পণ্যের মূল্য বেড়ে যাবে। বসতি স্থাপনের জন্য আগামী কয়েক বছরের মধ্যে দেশের মোট আবাদি ভূমি অর্ধেকে নেমে আসবে বলে এক পরিসংখ্যানে দেখলাম। এটা আশঙ্কাজনক খবর। এসব কারণে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষিজমি রক্ষার কোনো বিকল্প নেই। নগরায়ণ ও উন্নয়ন সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় আনতে হবে।

বর্তমানে আমাদের দেশের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ইটভাটার মালিক সামান্য কিছু অর্থের বিনিময়ে জমি থেকে মাটি কাটছেন প্রতিনিয়তই। এর বেশিরভাগই আবাদযোগ্য জমি। জমির মালিক দ্রুত লাভের আশায় জমির মাটি বিক্রি করছেন। এতে চাষযোগ্য জমি কমছে। তাই এখনই মাটি কাটার মতো অপকর্ম বন্ধ করা দরকার। অনেক সময় দেখা যায়, দেশের কৃষিজমির ক্ষতি করে কতিপয় ব্যক্তি মাছের প্রজেক্ট ও রিসোর্ট তৈরি করছেন। এদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সরকারকে সুনির্দিষ্ট আইন দ্রুত প্রণয়ন করে কৃষিজমি রক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা মনে করি, দেশের যে জমিতে মানুষের খাদ্যসংস্থান হয়, সে জমি রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপ্রিয় হলেও সত্য, আবাদযোগ্য কৃষি নষ্ট করে অনেক সভ্যতাই মানুষের হঠকারিতার শিকার হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।

ভবিষ্যতের কথা ভেবে প্রতি ইঞ্চি জমি হিসাব করে ব্যবহার করা দরকার। অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়ণের কারণে দেশে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি কমে যাচ্ছে, বিষয়টি মাথায় রেখে আবাসন চাহিদা মেটাতে বহুতল ভবন নির্মাণ করে কৃষিজমির ওপর চাপ কমানোর পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত গ্রাম-নগরায়ণ ও গৃহায়ন-প্রযুক্তির সাহায্যে কৃষিজমি রক্ষা করতে হবে। প্রকৃতপক্ষে বর্তমান গতিময় উন্নয়নশীলতার ধারায় আমাদের দরকার পরিকল্পিত গ্রাম। আবাদি জমি কমে যাওয়ার কারণে খাদ্যশস্য উৎপাদনও কমে যাচ্ছে। আবাদি জমি যেভাবে কমছে, তাতে দেশে আগামীতে খাদ্য নিরাপত্তা হমকির সম্মুখীন হবে। তাই সারা দেশে জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। জমির পরিকল্পিত ব্যবহারের বিষয়ে ব্যাপক প্রচার ও সচেতনতা দরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অনাবাদি কৃষিজমি চাষযোগ্য করা দরকার। যেকোনো মূল্যে আবাদযোগ্য কৃষিজমি ও কৃষককে রক্ষা করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা