× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরালাপ

বাণিজ্যিক বিমান চলাচলে বেবিচকের নতুন উদ্যোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ০৯:৫০ এএম

বাণিজ্যিক বিমান চলাচলে বেবিচকের নতুন উদ্যোগ

বগুড়ায় বিদ্যমান ছোট্ট বিমানবন্দরটিকে (শর্ট ফিল্ড টেক অফ ল্যান্ডিং পোর্ট) পূর্ণাঙ্গ অর্থাৎ যাত্রীবাহী এবং বাণিজ্যিক বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। উত্তরাঞ্চলের মানুষের জন্য যা খুবই ইতিবাচক একটি খবর। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত জেলাটিতে একটি বিমানবন্দর খুবই প্রয়োজন। শিল্পঘন এলাকা হিসেবে যেমন, তেমনি প্রশাসনের কার্যক্রমের গুরুত্বের দিক থেকেও এখানে একটি বিমানবন্দরের প্রয়োজনীয়তা রয়েছে। 

মাহবুব আলী, উত্তরা, ঢাকা

বগুড়ায় একাধিক তারকাখচিত হোটেল, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, সরকারি-বেসরকারি একাধিক মেডিকেল কলেজসহ রয়েছে কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী ফাউন্ড্রি শিল্প, কাগজ, সিরামিক, পাটজাত পণ্য এবং ওষুধ উৎপাদনকারী শতাধিক শিল্পপ্রতিষ্ঠান। জেলাটি প্রাচীন জনপদ মহাস্থানগড়ের জন্য বিখ্যাত। দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা থাকা জেলাটিতে বিমানবন্দর চালু হলে পর্যটনসহ শিল্প খাতে বিনিয়োগ বাড়বে। 

স্মৃতি মজুমদার, রামপুরা, ঢাকা

বগুড়া বিমানবন্দরে বর্তমানে সাড়ে ৪ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে। এই রানওয়েকে ৬ হাজার ফুটে উন্নীত করলেই বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী এবং বাণিজ্যিক বিমান ওঠানামা সম্ভব। এজন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ যেসব কাজ বাকি রয়েছে তা যদি দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে বিমানবন্দরটি সচল হয়। উত্তরাঞ্চলের এ জেলার অর্থনৈতিক এবং ভৌগোলিক গুরুত্বই এখানে পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তার জন্য যথেষ্ট। 

ওবায়দুল হক, বাসাবো, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা