× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যতের পানে, নতুন উদ্যমে

মোরছালীন বাবলা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১০:২৫ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫ ১১:০৫ এএম

ভবিষ্যতের  পানে, নতুন উদ্যমে

নবপর্যায়ে যাত্রা শুরুর দুই বছর অতিক্রম করল প্রতিদিনের বাংলাদেশ। উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পা রাখল তৃতীয় বর্ষে। ২০২৩ সালের আজকের দিনে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলাম। বাংলাদেশের অদম্য অগ্রযাত্রায় আমরা হব সহযোগী, এই প্রত্যয় ধারণ করেই পথচলা শুরু। চলার পথে আমরা যেমন পাঠকের ভালোবাসায় সিক্ত হয়েছি, তেমনি তাদের বস্তুনিষ্ঠ সমালোচনাও আমাদের সদাজাগ্রত ও দায়িত্বশীল থাকার তাগিদ দিয়েছে। 

গত দুই বছরে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন ঘটেছে। বিশেষত গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করেছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে আমাদের অভ্যুদয়। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বপ্ন দেখিয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। সেই স্বপ্নকেই আবার সামনে নিয়ে আসে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলন নতুন করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিষয়টিকে সামনে আনার সঙ্গে এনেছে গণতন্ত্রের মুক্তির বিষয়টিও। জাতির ওপর চেপে বসা দীর্ঘদিনের গণতন্ত্রহীনতার জগদ্দল পাথর সরিয়ে নতুন অঙ্গীকারে এগিয়ে যাওয়ার সোপান গড়ে দিয়েছে। আজকের পরিবর্তিত প্রেক্ষাপট খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। 

গণতন্ত্রহীনতার যে শেকলে আমরা বাঁধা পড়েছিলাম, নির্বাচনী ব্যবস্থা যেভাবে প্রহসনে পরিণত হয়েছিল, তা থেকে মুক্তির পথ উন্মোচিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখী সংকট থেকে উত্তরণে ইতোমধ্যে গঠন করেছে বিভিন্ন সংস্কার কমিশন। আমরা প্রত্যাশা করি, গঠিত কমিশনগুলো যথাযথভাবে সংস্কার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে আগামীতে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। অন্তর্বর্তী সরকারকে এজন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সংবাদপত্রের যে দিকনির্দেশনামূলক অবস্থান, সেখান থেকে আমরা নিজেদের দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

গত ৫৩ বছরে নানা ক্ষেত্রে জাতি হিসেবে বাংলাদেশের অর্জন অনেক। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর পথে রয়েছে দৃষ্টান্তযোগ্য অবস্থান। আমাদের সক্ষমতা রয়েছে, রয়েছে অদম্য ইচ্ছেশক্তি, রয়েছে বিপুল কর্মস্পৃহা। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে, পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জও অনেক। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দ্রুততম সময়ে গণতন্ত্রের পথে ফেরা। আমরা মনে করি, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্য প্রয়োজন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। রাজনৈতিক সরকারের দক্ষ হাতে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেই আমাদের প্রত্যাশা। 

রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জনের পথে আমাদের সামনে যে বাধাগুলো রয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির যে অপচ্ছায়া শেকড় গেড়ে বসেছিল, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার মূলোৎপাটন হয়েছে। এখন সময় উন্নয়ন ও অগ্রযাত্রার, এখন সময় ঐকমত্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের। যেখানে যে বিভেদ রয়েছে, দুর্নীতি-স্বজনপ্রীতি ও বৈষম্যের যে অপচ্ছায়া রয়েছে, তা সরিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা