প্রবা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪ ০৯:৫৬ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪ ১০:৪৬ এএম
নারীর জন্য গণপরিবহন
জনবহুল এ
দেশে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১১১২ জন মানুষের বাস। মোট জনসংখ্যার বড় অংশই
বসবাস করে শহরাঞ্চলে। ফলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত জনসংখ্যার দরুন গ্রামের তুলনায়
শহরাঞ্চলে নানারূপ ভোগান্তি দেখা দেয়। এর মধ্যে শহরের মানুষের বড় ভোগান্তি যাতায়াত
সমস্যা। দৈনন্দিন জীবনে গণপরিবহন সংকট এবং যানজটে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয়
সাধারণ মানুষকে। গণপরিবহনে সক্ষমতার অধিক যাত্রী নেওয়া নৈমিত্তিক ঘটনা। রাজধানীতে
গণপরিবহনে পুরুষের তুলনায় মেয়েদের জন্য যাতায়াত অনেক বেশি ভোগান্তি ও হয়রানিরর। অতিরিক্ত
যাত্রীর ঠেলাঠেলি আর বাসের ভেতর দাঁড়িয়ে যাতায়াত করতে অনভ্যস্ত হওয়ায় বেশিরভাগ
মেয়েই সংকটে পড়েন। এ ছাড়া গণপরিবহনে যাতায়াতে নারীদের নানা ধরনের শারীরিক হেনস্থা
ও যৌনহয়রানির শিকার হতে হয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং রাস্তাঘাটে
স্বস্তিদায়ক ভ্রমণে সহায়তা করতে নারীদের জন্য আলাদা পাবলিক ট্রান্সপোর্টের
ব্যবস্থা সময়ের দাবি। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি শিগগিরই এ
সমস্যা সমাধানে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন এবং দ্রুত পদক্ষেপ নিবেন।
সাজিয়া সুলতানা
শিক্ষার্থী,
ইংরেজি বিভাগ
সরকারী মহিলা কলেজ, চট্টগ্রাম
এইচএসসির বাকি পরীক্ষাগুলো সম্পন্ন হোক
গত ৩০ জুন
এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট আট দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি
সাধারণ শিক্ষা বোর্ডে ১৫টি বিষয়ের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
মিলিয়ে) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গত ১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৮টি
বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে নিজ নিজ বোর্ডে জমা পড়েছে। বাকি
পরীক্ষাগুলো ছাত্রসমাজের বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার
পতনের আন্দোলনের মাসাধিক কাল ধরে রাজপথ উত্তাল থাকায় অনুষ্ঠিত হয়নি।
ছাত্রসমাজের আন্দোলনের সূচনালগ্নেই এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আন্দোলনের তীব্রতা এবং পরিবর্তিত প্রেক্ষাপটে স্থগিত হয়ে যায় পরীক্ষা। এখনও অনেকগুলো পরীক্ষা বাকি। ইতোমধ্যে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। শপথগ্রহণের মাধ্যমে সরকার দায়িত্বও বুঝে নিয়েছে। তবে এখনও ঠিক কবে নাগাদ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পারবে তা অনিশ্চিত। এ অবস্থায় বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা দ্রুত দেশের বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিন। স্থগিত হয়ে যাওয়া এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠানের তারিখ দ্রুত ঘোষণা করুন। শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যৎযাত্রা থেকে রক্ষা করুন।
সোয়াদ আল সাদ
পরীক্ষার্থী,
এইচএসসি ২০২৪
কাশিনাথপুর,
পাবনা
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। এ ক্ষেত্রে সরকারের সামনে সবচেয়ে জরুরি কাজ দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা। জনমনে স্বস্তি ফেরানো, মানুষের আস্থা ফেরানো। সরকারের জন্য এ একটি চ্যালেঞ্জও। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় পুলিশের সব ধরনের কার্যক্রম। তিন দিন বন্ধ থাকার পর ৮ আগস্ট পুলিশ সদর দপ্তর ও ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) কার্যালয় খোলা হলেও পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল নগণ্য। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১০ আগস্ট পর্যন্ত দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অধিকাংশ থানায় সীমিত পরিসরে কাজ চলছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে চাইছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি পুলিশি ব্যবস্থা পুনর্গঠনেও অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। আমরাও চাই, সব রকম অপরাধ ও অরাজকতা বন্ধ করতে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা তৎপরতা দ্রুত কার্যকর হোক।
মোহাম্মদ লালচান
হাওলাদার
বড় বিঘাই, সদর,
পটুয়াখালী