× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগের সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২৩:০০ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২৩:০৯ পিএম

দুর্যোগের সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনা

প্রবল ঝড়-বৃস্টির সময় দুর্যোগ কবলিত এলাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ও পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে বিপর্যস্থ গ্রাহকদের সেবায় সচেষ্ট থাকার নির্দেশনা দেয়া হয়েছে।নির্দেশনায় বলো হয়েছে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দূর্যোগের কারণে দেশের প্রায়  ৪৭,০০০ হাজার বিভিন্ন শ্রেণীর গ্রাহক বিদ্যুৎ বিহীন আছে। পাশাপাশি দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল টাওয়ারেও বিদ্যুৎ সরবরাহ নেই। জরুরি চিকিৎসার নিমিত্ত হাসপাতালসহ এ সমস্ত মোবাইল  টাওয়ারে অতিদ্রুত বিদ্যুৎ সরবরাহ  নিশ্চিত করা বিশেষ প্রয়োজন। যে কোন পরিস্থিতি মোকাবেলাসহ বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন চালু রাখা ও গ্রাহকসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম সচল রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিম্নোক্ত আরও যেসব নির্দেশনা প্রদান করা হলো:

১। সকল কর্মকর্তা ও কর্মচারীদের পরবতী  নির্দেশনা দেওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতঃ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা।

২। জরুরি মেরামত ও বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকা।

৩। মোবাইল ফোন চালু রাখা এবং কর্মস্থলে অবস্থান করা।

৪। দুর্যোগকালীন সময়ের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পবিসের সকল কর্মকর্তা/কর্মচারীদের যে কোনো ধরনের ছুটি বাতিল ও যারা স্টেশনের বাহিরে অবস্থান করছে,  তাদের সকলকে এহেন পরিস্থিতিতে কর্মস্থলে উপস্থিত থেকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাপবিবোর্ড এর বিশেষ  নির্দেশন দেওয়া হলো।

এই দায়িত্ব পালনের মাধ্যমে আপনি জনসেবায় সরাসরি অবদান রাখছেন, যা আমাদের প্রতিষ্ঠান ও জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। যে কোন দুর্যোগ মোকাবিলায় ও গ্রাহক সেবা নিশ্চিত করতে বাপবিবো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা