× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশি

ময়নাতদন্ত ছাড়াই একে একে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৮:৩৬ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ১৮:৪৭ পিএম

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একে একে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রবা ফটো

শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একে একে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রবা ফটো

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে আটজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর থানা পুলিশ।শুক্রবার (৩ মে) বিকাল ৪টা থেকে শুরু করে এক এক করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাংলাদেশিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির নয়ন বিশ্বাস, খালিয়ার মামুন শেখ ও সজল, বাজিতপুর নতুনবাজারের কাজি সজীব ও কবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীর রিফাত, দিগনগরের রাসেল এবং গঙ্গারামপুর গোহালার ইমরুল কায়েস ওরফে আপন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন (ঢাকা জেলা প্রশাসন) জানান, আমরা যতটুকু জেনেছি বিদেশ থেকে সবার মরদেহগুলো ময়নাতদন্ত শেষে আমাদের দেশে পাঠানো হয়েছে। তারপরও ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ফরেনসিক বিভাগের একজন চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্তের কাগজপত্র পরীক্ষা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসআই জাহাঙ্গীর আলম জানান, আমরা বিকাল চারটা থেকে শুরু করে একে একে মরদেহগুলো বিকাল সাড়ে পাঁচটার মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

১৫ ফেব্রুয়ারি লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পথে তিউনিসিয়া উপকূলে অন্তত নয়জন অভিবাসনপ্রত্যাশী মারা যান। তাদের আটজনই বাংলাদেশি। অপর নিহত পাকিস্তানি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা