× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে, শুনানি ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২২ ১৮:৫৯ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২২ ১৯:৩৩ পিএম

বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে

বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও তদারকিতে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। ১৭ সদস্যের টাস্কফোর্স এ বিষয়ে ২০টি সুপারিশ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আগামী ১৬ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।  

সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা তৈরি এবং মজুদদার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৫ মার্চ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। এ বিষয়ে গত ২৬ এপ্রিলের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলেছিলেন হাইকোর্ট। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্স নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও তদারকিতে ২০টি সুপারিশ করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা সুপারিশগুলো হলো :

১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আমদানির তথ্য সংগ্রহ এবং মজুদ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত  হয় । 

২. টাস্কফোর্স কমিটিতে বাংলাদেশ ব্যাংক, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) কো-আপ্ট করা।  

৩. চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষ, স্থলবন্দর কর্তৃপক্ষ এবং শুল্ক স্টেশনসমূহ কর্তৃক পবিত্র রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য খালাসের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রে ফেরি পারাপারে বিআইডব্লিউটিসি কর্তৃক সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান। 

৫. পণ্য পরিবহন ও বিক্রিসহ কোনো পর্যায়ে যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন সে বিষয়ে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয় । 

৬. আন্তর্জাতিক বাজারদর সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। 

৭. রিফাইন্ড সয়াবিন/পাম অয়েল আমদানি বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে শুল্ক/ভ্যাট প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হয় ।  

৮. সিটি করপোরেশনসমূহকে নিজ নিজ অধিক্ষেত্রে মাংসের মূল্য নির্ধারণের জন্য অনুরোধ করা হয় । 

৯. ন্যায্যমূল্য নিশ্চিতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন । 

১০. কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুদদারির বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।  

১১. নিত্যপণ্য পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তৃক অগ্রাধিকার প্রদান । 

১২. পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফা বিষয়ে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।  

১৩. খুচরা পর্যায়ে মূল্যতালিকা প্রদর্শন এবং প্রতিটি ধাপে পাকা রসিদ সংরক্ষণের বিষয়টি নিশ্চিতকরণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা-উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

১৪. ভোজ্য তেল ক্রয়-বিক্রয় পাইকারি থেকে খুচরা সব পর্যায়ে পাকা রসিদ প্রদান নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসন কর্তৃক প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

১৫. ভোজ্য তেলের মিলগেট ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য নির্ধারণ সঠিকভাবে প্রদর্শন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা-উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করবে । 

 ১৬. অবৈধভাবে পণ্য মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

১৭. ভোজ্য তেল পরিশোধন কাজে মিল কর্তৃক অপরিশোধিত তেল আমদানির পরিমাণের সঙ্গে পরিশোধনের পরিমাণ ও পরিবেশকদের কাছে সরবরাহের পরিমাণে সামঞ্জস্য রয়েছে কি না তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিশ্চিতকরণ ।  

১৮. মিলসমূহ কর্তৃক পরিবেশক নিয়োগ সংক্রান্ত হালনাগাদ তালিকা বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত । 

১৯. ভোজ্য তেল মিলগেটে নিয়মিত তদারকির জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যৌথ টিম মোতায়েনের সিদ্ধান্ত ।  

 ২০. দেশীয় প্রয়োজনীয় ভোজ্য তেলের সরবরাহ স্থিতিশীল রাখার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় সরবরাহ আদেশ বা এ পণ্যের একক মূল্য অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ আবশ্যিকভাবে উল্লেখ করার জন্য সব মিল মালিক/প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

/জেআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা