× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ বছরেও হয়নি বিচার

রানা প্লাজা ট্র্যাজেডিতে হতাহতদের স্বজনদের আক্ষেপ

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:০১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৫:৪৭ পিএম

বুধবার সকালে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন হতাহত শ্রমিকদের স্বজনসহ শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। প্রবা ফটো

বুধবার সকালে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন হতাহত শ্রমিকদের স্বজনসহ শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। প্রবা ফটো

দেশের ইতিহাসে ভয়াবহ এক ট্র্যাজেডি ছিল সাভারের রানা প্লাজা ধস। দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি রানা প্লাজা ধসের ১১ বছর শেষ হয়ে ১২ বছরে পদার্পণ করেছে। এ দীর্ঘ সময়ে দোষীদের বিচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন সেই ট্র্যাজেডিতে হতাহতদের স্বজনরা। 

বুধবার (২৪ এপ্রিল) সকালে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন হতাহত শ্রমিকদের স্বজনসহ শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়েছেন শিল্প পুলিশ-১।

এ সময় হতাহতদের স্বজনরা বলেন, এমন ঘটনায় এখনও দোষীদের বিচার না হওয়াটা জাতির জন্য লজ্জাজনক। আমরা কোন দেশে বাস করছি? এভাবে যদি দোষীরা অপরাধ করেও ছাড় পেয়ে যায় তাহলে আইন-আদালত দিয়ে আমরা কী করব? 

আন্দোলনকারী ও হতাহতদের পরিবার সরকারের কাছে অপরাধীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ আরও বেশ কিছু দাবি তুলে ধরেন।

শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানান, রানা প্লাজা ধসের ঘটনার তদন্ত কাজ শেষ হয়ে গেছে, এখন বিচার পর্যায়ে আছে। নিম্ন আদালতে বিচার হয়েছে, উচ্চ আদালতে আপিল হওয়ার পরে বিষয়টা পেন্ডিং আছে। যেহেতু আদালতে বিচার কাজ চলমান আছে তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। 

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, শ্রম আইন ২০০৬ অনুযায়ী কারও দেনা পাওনার বিষয়গুলো দেখে কলকারখানা অধিদপ্তর। আমরা তাদের বলেছি, ওনারা কাজ করছেন, চেষ্টা করছেন এগুলো আদায় করার।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন অন্তত ১ হাজার ১৩৮ জন শ্রমিক, আহত হয়েছিলেন ২ হাজার ৪৩৮ জন শ্রমিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা