× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

প্রথম ধাপে ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪ ১৯:৩৯ পিএম

প্রথম ধাপে ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চারটি উপজেলার তিনটি পদেই বিনা ভোটে প্রার্থীরা জয়ী হয়েছেন। উপজেলাগুলো হলো- বাগেরহাট সদর, মুন্সীগঞ্জ সদর, মাদারীপুরের শিবচর ও ফেনীর পরশুরাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। 

এ ছাড়া রিটার্নিং অফিসাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতীক পেয়ে তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে। তবে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় এ ধাপে বান্দরবান জেলার থানচি ও রোয়াংছড়ির ভোট স্থগিত করেছে ইসি। এ ছাড়া এ জেলার রুমা উপজেলার নির্বাচনও স্থগিত করেছে ইসি। রুমা উপজেলার ভোট (দ্বিতীয় ধাপে) ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মাঠ থেকে সরে যান ১৯৮ জন প্রার্থী।

ইসির অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) ফরহাদ আহম্মদ খান সাংবাদিকদের জানান, প্রথম ধাপে চেয়ারম্যান পদে সাতজন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চার উপজেলার তিনটি পদ ছাড়াও বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, হাকিমপুরে (দিনাজপুর) মহিলা ভাইস চেয়ারম্যান, সাঘাটায় (গাইবান্ধা) চেয়ারম্যান, বেড়া (পাবনা) উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, সিংড়ায় (নাটোর) চেয়ারম্যান, কুষ্টিয়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, বড়লেখায় (মৌলভীবাজার) মহিলা ভাইস চেয়ারম্যান, সন্দ্বীপে (চট্টগ্রাম) ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, রোয়াংছড়িতে (বান্দরবান) চেয়ারম্যান পদ, কাউখালীতে (রাঙামাটি) ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ১৫০ উপজেলায় তিনটি পদে ১ হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাই ও প্রত্যাহারের পর তিন পদে বর্তমানে ভোটের মাঠে আছেন মোট ১ হাজার ৬৯৩ জন প্রার্থী। এর মধ্যে বর্তমানে চেয়ারম্যান পদে ৬০১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬৪৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪৭ জন প্রার্থী মাঠে রয়েছেন।

২০১৯ সালে চার ধাপের নির্বাচনে প্রায় পাঁচশ উপজেলার মধ্যে ৪৬৫টিতে ভোট হয়। সে সময় তিনটি পদে সব মিলিয়ে ২২৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯ জন নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট 

উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট ৫ জুন গ্রহণ করা হবে।

মঙ্গলবার নির্বাচন ভবনে ৩২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘এ ধাপে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫ উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা