প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪ ১৪:১৯ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪ ১৪:২১ পিএম
প্রতীকী ছবি
আজ সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরমের অনুভূত আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, এই সময়ে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিবোধও বাড়তে পারে।
আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের দিনাজপুর, চট্টগ্রামের চাঁদপুর, রাঙামাটি, এছাড়া খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
ঢাকায় বাসাতের গতি ও দিক ছিল দক্ষিণ/ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশীদ বলেন, আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তারপর একটু কমে আবার বাড়বে।