× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালী-মাতারবাড়ীর উন্নয়ন সমন্বয়ে কর্তৃপক্ষ গঠন হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৩ পিএম

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

মহেশখালী-মাতারবাড়ীর উন্নয়নকাজ সমন্বয় করতে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত একটি আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৪-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এটি উপস্থাপন করেছিল।’

তিনি বলেন, ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়নের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা দিয়েছিল, বিগ বি ইনিশিয়েটিভ- আপনারা জানেন- বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বেল্ট ইনিশিয়েটিভের আওতায় মাতারবাড়ীতে জাপান সরকার উন্নয়ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছিল।’ 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেটিকে ভিত্তি করে মাতারবাড়ীকে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে উন্নয়নের মৌলিক অবকাঠামো নির্মাণ এবং সামগ্রিক একটি এলাকা চিহ্নিত করে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

মাহবুব হোসেন বলেন, ‘এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ চলছে। এই কাজগুলো আলাদা আলাদা মন্ত্রণালয় করছে। এসব কাজের সমন্বিত রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় একটি কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার নাম হবে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ।’

‘এ আইনের আওতায় যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে, সেটার একটি পরিচালনা বোর্ড থাকবে। বোর্ডের একজন চেয়ারম্যান থাকবেন। বোর্ডে অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী থাকবেন। মুখ্য সমন্বয়ক, কয়েকজন সচিবসহ বোর্ডের সদস্য হবেন সতেরোজন। এর বাইরে মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন, তিনি এবং প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এটা পরিচালিত হবে’- বলেন মাহবুব।

সচিব বলেন, ‘কর্তৃপক্ষের মূল কাজ হবে নির্ধারিত এলাকায় একটি মাস্টারপ্ল্যান করে সেটা বাস্তবায়ন করা। ভূমি ব্যবহারের মাস্টারপ্ল্যান এবং সেই অনুসারে যাদের ভূমি দেওয়া হবে, তারা যেন যথাযথভাবে কাজ করে। মূল লক্ষ্য হবে বিদেশি বিনিয়োগ করা। এক্সপোর্ট ও ইমপোর্টের নিট টাইম যেন কম হয়।’

মাহবুব বলেন, ‘পুরো অর্থনৈতিক অঞ্চলে ৫৫ হাজার ৯৬৮ একর জমি থাকবে। যে এলাকায় মাস্টারপ্ল্যান হবে, সেখানে যেন পরিবেশ সংরক্ষণ থাকে। লবণ চাষ, পান ও চিনির চাষও যেন সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ যাতে ঘটে, তাতে প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে এটা করা হচ্ছে। কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। সেগুলো নিষ্পত্তি করে পুনরায় আইনটি মন্ত্রিসভায় তোলা হবে। কক্সবাজারে প্রধান কার্যালয় হবে। ঢাকায় লিঁয়াজো অফিস করা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা