প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১২:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ১২:৫৬ পিএম
প্রতীকী ছবি
ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩ এপ্রিল) জারি করা এ সতর্কতা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদের স্বাক্ষর করা সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে। আশপাশ এলাকায় এটি আরও বিস্তৃত হতে পারে। সেই সঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, চলমান তাপপ্রবাহের ভিত্তিতে চার বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এ বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এটি জারি করা হয়েছে। এ সময়ে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বেশি লাগবে। তাপপ্রবাহ এখন তীব্র আকার ধারণা না করলেও মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে।
চলমান তাপপ্রবাহে বাইরে বেরোবার সময় ছাতাসহ বিভিন্ন প্রস্তুতি রাখতে হবে। হাতে পানি রাখলে ভালো।
তাপপ্রবাহ ৮ ও ৯ এপ্রিল কিছুটা কমতে পারে। তবে ১০ এপ্রিল থেকে আবার বাড়তে পারে।
আপাতত বৃষ্টি খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। সিলেট অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। আগের দিন বুধবারও একই তাপমাত্রা ছিল ওই দুই জেলায়।