× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুক-ইউটিউব বন্ধ হবে, অভিযোগ আমলে না নিলে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২২:৪৯ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ২২:৫৫ পিএম

 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

সরকারের অভিযোগ আমলে না নিলে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে। রবিবার (৩১ মার্চ) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। 

মন্ত্রী মোজাম্মেল বলেন, ‘ফেসবুক, গুগল ও ইউটিউবের প্রধান কার্যালয় বাংলাদেশে নেই। এজন্য নির্বাচনকেন্দ্রিক গুজব প্রতিরোধ করা যায় না। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সুপারিশ করা হলেও তারা আমলে নেয় না। সেজন্য প্রয়োজনে এসব কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সংস্থাকে আগে যথাযথভাবে অবগত করা হবে। অভিযোগ আমলে না নিয়ে তারা (সামাজিক যোগাযোগ মাধ্যম) এসব সাইবার ক্রাইম অব্যাহত রাখছে। কোনো প্রতিরোধের উদ্যোগ দেখা যায় না। এজন্য তাদের বারবার বলা হবে। প্রয়োজনে পত্রপত্রিকায় বিজ্ঞাপন আকারেও বলা হবে। বাংলাদেশে কোনো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে না বলে তখন বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে যাবে।’

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ আইনের বিধানগুলোয় বলা হয়েছে, কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। অথচ অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় না। তাদের এই উদাসীনতা পাবলিক নোটিসের মাধ্যমে সকলকে অবহিত করা হবে। যদি কখনও এগুলো বন্ধ হয় তখন দায়টা সরকারের ওপর আসবে না। তাদের (সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো) ওপরেই বর্তাবে। অভিযোগগুলোর কেন প্রতিকার পাচ্ছি না তা-ও জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা