× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেকে দুই মন্ত্রীর অভিষেক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ২২:৫৯ পিএম

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসর) আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। ফাইল ফটো

পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসর) আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। ফাইল ফটো

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবসর) আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। এটি চলতি অর্থবছরের ৮ম ও বর্তমান সরকারে দ্বিতীয় সভা। প্রথম সভাটি গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় সভাটি বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।

এর আগে গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সেখানে ১৪ জন নতুন মুখের মধ্যে ছিল পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। এদিকে পরবর্তীতে ১ মার্চ ৭ জন শপথ নেন। সেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন নওগাঁ-২ থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রয়েছেন মন্ত্রিপরিষদে।

প্রথম একনেকে অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। দ্বিতীয় সভায় প্রথমবারের মতো অংশ নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘এটি আমার জন্য প্রথম একনেক সভা। অসুস্থতার কারণে প্রথম সভায় অংশ নিতে পারিনি।’

এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী নিজের সম্পর্কে বলেন, ‘আমি কাজের ক্ষেত্রে খুব যাচাই-বাছাই করে অগ্রসর হই। আমার চাকরি জীবনে এসব কাজ করে আমি অভ্যস্ত। বহুবছর যাবত এমপি ছিলাম, আছি। যাচাই-বাছাইয়ের ব্যাপারে আমি অত্যন্ত সহজ মানুষ নই, বরং কঠিন মানুষ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এটি আমার প্রথম একনেক সভা। এ সভায় উপস্থিত থাকতে পেরে মহান আল্লাহ তালার উপর শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, তিনি এ সভায় উপস্থিত থাকতে সদয় সম্মতি দিয়েছেন। সেই কারণেই আমি উপস্থিত থাকতে পেরেছি।’

তিনি বলেন, ‘আমি আমার আজকের অভিজ্ঞতায় দেখেছি, প্রধানমন্ত্রী কত গভীরভাবে পর্যবেক্ষণ করে উন্নয়ন প্রকল্পগুলো অবলোকন করেন। সুক্ষভাবে আলোচনা করে প্রকল্পগুলো অনুমোদন দেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা