× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসপি পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে পদায়ন-বদলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ২০:৪৬ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ২১:৩১ পিএম

এসপি পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে পদায়ন-বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তার পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।

এর আগে গত ২৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি আলাদা প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি করা হয়। এরও আগে গত ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে পুলিশের ৪০ জন কর্মকর্তাকে দেশের ৪০ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়।

যারা পদায়ন পেলেন 

পুলিশ অধিদফতরের আজিজুল ইসলামকে নৌ পুলিশে, নৌ পুলিশের ড. আকম আকতারুজ্জামান বসুনিয়াকে হাইওয়ে পুলিশে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি), পুলিশ অধিদফতরের ড. চৌধুরী মো. যাবের সাদেককে পুলিশ টেলিকমে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোস্তফা কামাল রাশেদকে একই ইউনিটে, টুরিস্ট পুলিশের মহিউদ্দীন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের মোহাম্মদ বিল্লাল হোসেনকে টুরিস্ট পুলিশের রাঙ্গামাটি রিজিয়নে পদায়ন করা হয়েছে। 

এছাড়া পুলিশ একাডেমি সারদার একেএম এমরান ভুঞাকে সিআইডিতে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আবদুর রহমানকে পিবিআই বাগেরহাট জেলায়, সিআইডির মোহাম্মদ রুহুল কবীর খানকে নৌপুলিশে, টাঙ্গাইল জেলা পুলিশের কাজী নুসরাত এদীব লুনাকে নৌ পুলিশে, ডিএমপির কুদরত ই খুদাকে পিবিআইতে, পুলিশ অধিদফতরের মনজুর আহমেদ সিদ্দিকীকে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং রওনক জাহানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা পুলিশের নূর আলম সিদ্দিকীকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি), ময়মনসিংহ জেলা পুলিশের খন্দকার ফজলে রাব্বিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রংপুর জেলা পুলিশের মধুসুদন রায়কে আরএমপিতে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের জাহেদ পারভেজ চৌধুরীকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাহবুব আলম খানকে সিএমপিতে, ডিএমপির সৈকত শাহীনকে ট্যুরিস্ট পুলিশে ও ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের নুতান চাকমাকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের শফিউর রহমানকে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ, চট্টগ্রাম রেঞ্জের নিষ্কৃতি চাকমাকে সিএমপিতে, নোয়াখালী পুলিশের দীপক জ্যোতি খীসাকে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, সিএমপির ছত্রধর ত্রিপুরাকে সিআইডিতে, পুলিশ অধিদফতরের লিয়াকত আলী খানকে সিএমপিতে, এন্টি টেররিজম ইউনিটের এমএম মাহমুদ হাসানকে র‌্যাবে, পুলিশ স্টাফ কলেজের তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে বিশেষ শাখায় (এসবি), ডিএমপির রহিমা আক্তার লাকীকে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, লালমনিরহাট জেলা পুলিশের রবিউল ইসলামকে পিবিআইর ফরিদপুর জেলায় ও ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আবদুল্লাহ আল মামুনকে একই ইউনিটে পদায়ন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশের নিহাদ আদনান তাইয়ানকে সিএমপিতে, ডিএমপির জাহাঙ্গীর আলমকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের তারেক মাহমুদকে একই ইউনিটে, ডিএমপির মঞ্জুর মোর্শেদকে সিএমপিতে, পুলিশ অধিদফতরের সোহেল রানাকে একই ইউনিটে এবং মেহেদী শাহরিয়ারকে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, এসবির বদরুল আলম মোল্লাকে টুরিস্ট পুলিশে, এন্টি টেররিজমের সাখাওয়াত হোসেনকে একই ইউনিটে, রেলওয়ে পুলিশের বদরুদ্দোজাকে র‌্যাবে, রংপুর জেলা পুলিশের সৈয়দ মোহাম্মদ ফরহাদকে সিআইডিতে ও সিলেট জেলা পুলিশের শাহরিয়ার বিন সালেহকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে। 

এছাড়া টাঙ্গাইল জেলা পুলিশের মীর মনির হোসেনকে র‌্যাবে, ডিএমপির তানভীর সালেহীন ইমনকে একই ইউনিটে, বগুড়া জেলা পুলিশের আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদফতরে, কুমিল্লা জেলা পুলিশের কাজী মোঃ আবদুর রহীমকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ডিএমপির সাইফুল্লাহ মোঃ নাছিরকে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২ এ, পিবিআই বাগেরহাট জেলার আল মামুনকে আরএমপিতে, ময়মনসিংহের রেঞ্জের বাছির উদ্দিনকে সিআইডিতে, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মারুফা ইয়াসমিনকে পুলিশ অধিদফতরে, হাইওয়ে পুলিশের মুনশী শাহাবুদ্দীনকে পুলিশ অধিদফতরে, এন্টি টেররিজমের হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশে, র‌্যাবের শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে কেএমপিতে ও র‌্যাবের বীণা রানী দাসকে একই ইউনিটে পদায়ন করা হয়েছে।

একই সঙ্গে র‌্যাবের শামিমা আক্তারকে পুলিশ অধিদফতরে, পুলিশ টেলিকমের সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, পিবিআইর রেজাউল করিম মল্লিককে সিআইডিতে, পিবিআইর মীর আশরাফ আলীকে বরিশাল রেঞ্জে, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২ এর দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে পুলিশ অধিদফতরে, বরিশাল রেঞ্জের হাবিবুর রহমান প্রাংকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদফতরের মহিউদ্দিন ফারুকীকে রাঙ্গামাটির পিএসটিএসে এবং পিবিআই চাঁদপুর জেলার খন্দকার নুর রেজওয়ান পারভীনকে পুলিশ অধিফতরে পদায়ন করা হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা