× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশিষ্টজনদের মন্তব্য

গণহত্যা নিয়ে জানার ঘাটতি রয়েছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ২২:২৫ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২২:৪৬ পিএম

জাতীয় গণহত্যা দিবসে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। প্রবা ফটো

জাতীয় গণহত্যা দিবসে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। প্রবা ফটো

‘আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাচ্ছি। এখনও গণহত্যা নিয়ে আমাদের মধ্যে জানার ঘাটতি রয়েছে। এটি দূর করতে হবে। গণহত্যার স্বীকৃতি অর্জনে আমাদের একমত হতে হবে। তবেই স্বীকৃতি আসবে।’ 

সোমবার (২৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার হলে ‘গণহত্যার বিশ্ব-রাজনীতি ও বাংলাদেশ গণহত্যা: ভুলে থাকা সাংস্কৃতিক দায়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। 

জাতিসংঘ কর্তৃক ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে জাতীয় গণহত্যা দিবসে এ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম মোজাহার। তিনি বলেন, ‘সম্পূর্ণ বা আংশকি নির্মূলের উদ্দেশে যদি কোনো বর্ণগত, জাতিগত, ধর্মীয় ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওপর ইচ্ছাকৃতভাবে ও পরিকল্পিতভাবে হত্যা, অঙ্গহানি, উচ্ছেদ বা এ ধরনের সহিংসতা চালানো হয়, তা গণহত্যা বলে গণ্য হবে। জাতিসংঘ বলে, গণহত্যা একটি আন্তর্জাতিক অপরাধ। গণহত্যাকারী ও তাদের সহযোগীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘ বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল কবির বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাচ্ছি। সে সময় যে গণহত্যা হয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। গাজায় যে গণহত্যা হচ্ছে এটি বাংলাদেশই সবার প্রথম গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ আমাদের মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার স্বীকৃতি পার্শ্ববর্তী দেশ থেকেও পাইনি। এটি আমাদের জন্য চরম ব্যর্থতা।’

বুদ্ধিজীবী সন্তান ও দৈনিক আজকের পত্রিকার উপসম্পাদক জাহিদ রেজা নূর বলেন, ‘আমরা কী আমাদের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছি। যারা গণহত্যার স্বীকার হয়েছেন তাদের কী আমরা চিনি। তাদের সম্পর্কে কতটুকু জানি। আমাদের মধ্যেই এখনও গণহত্যা নিয়ে জানার ঘাটতি রয়েছে। এটি দূর করতে হবে। গণহত্যার স্বীকৃতি অর্জনে আমাদের একমত হতে হবে। তবেই স্বীকৃতি আসবে।’

সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘আমরা এ ধরনের সংলাপ নিয়ে আরও বসতে চাই, আমরা মনে করি আমাদের শিল্পী, কবি, সাহিত্যিকরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিস্মৃত হয়নি। শুধু একটি সেমিনার করার জন্য আমরা এই অনুষ্ঠান করিনি। আমাদের শক্তি একটাই, শিল্প নির্মাণ, আমরা এই জাতিকে মুক্তিযুদ্ধ ভুলতে দেব না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকব।’

সংলাপে আরও অংশ নেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক, লেখক-গবেষক চঞ্চল আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সিরাজ সালেকীন, নাট্যকার- চলচ্চিত্র প্রযোজক মাতিয়া বানু শুকু, লেখক ও চলচ্চিত্রকার নূরুল আলম আতিক, লেখক জাফর আহমদ রাশেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিঠু, চলচ্চিত্রকার এন রাশেদ চৌধুরী, অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি প্রমুখ।

সংলাপ শেষে সন্ধ্যায় দেশের বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

১৯৭১ সালে রাজধানীতে সংগঠিত গণহত্যার স্থান- রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হল ও জগন্নাথ হলে গত ২৩ মার্চ অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা