× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন দুর্ঘটনা

কারণ অনুসন্ধানে একাধিক সুপারিশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৬:০২ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৬:৫৫ পিএম

দুর্ঘটনার শিকার বিজয় এক্সপ্রেস ট্রেন। কুমিল্লার হাসানপুর রেলস্টেশন-সংলগ্ন তেজের বাজার এলাকায় গত রবিবার তোলা। প্রবা ফাইল ফটো

দুর্ঘটনার শিকার বিজয় এক্সপ্রেস ট্রেন। কুমিল্লার হাসানপুর রেলস্টেশন-সংলগ্ন তেজের বাজার এলাকায় গত রবিবার তোলা। প্রবা ফাইল ফটো

ট্রেনে দুর্ঘটনারোধে একাধিক সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তারা চায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কয়েকটি পদক্ষেপ নেওয়া হোক। এর মধ্যে অন্যতম সুপারিশ হলো– ট্রেনের সামনে নিবিড় পর্যবেক্ষণের ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) স্থাপন করা।

বুধবার (২০ মার্চ) দ্বাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে আলোচনায় এসব বিষয় গুরুত্ব পায়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সরকারি দলের সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর জন্য কমিটির সদস্যরা সুপারিশ করেন। কোনো দুর্ঘটনায় পতিত হওয়ার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার সেন্সর প্রযুক্তি চালু করতে চান তারা। এ ছাড়া সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশনের কাছে বগি লাইনচ্যুত হওয়ার স্থান সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করেছে কমিটি।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে রাজশাহী রেলস্টেশনে একতলা ভবনের পাইলিং-পরবর্তী নির্মাণ কাজ বন্ধ থাকার কারণ জানতে একটি উপকমিটি গঠন করে দেওয়া হয়েছে। শফিকুর রহমানকে আহ্বায়ক করা কমিটিতে আরও আছেন মুহাম্মদ সাইফুল ইসলাম ও নুরুন নাহার বেগম। এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেল কর্তৃপক্ষের গৃহীত কার্যক্রম, যাত্রীসেবা ও টিকিট ব্যবস্থাপনা এবং ধিরাশ্রম কন্টেইনার ডিপো নির্মাণের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেছেন কমিটির সদস্যরা। 

আরও যত আলোচনা

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠান ‘সহজ ডট কমের’ সঙ্গে চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ শেষ হয়েছে, তার হালনাগাদ তথ্য আগামী বৈঠকে উপস্থান করতে বলা হয়েছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে রেলের চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেন সংসদীয় কমিটির সদস্যরা। এ ছাড়া রেলের জমির পরিমাণ, লিজ দেওয়ার জমির পরিমাণ এবং জমিগুলো কীভাবে ও কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে– এ-সংক্রান্ত হালনাগাদ তথ্য আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা