বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ২০ মার্চ ২০২৪ ১৪:২২ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪ ১৬:০৯ পিএম
সোমালিয়ান জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।
ভারত মহাসাগর থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করে নেওয়ার পর থেকে মালিকপক্ষ শিল্পগ্রুপ কেএসআরএমের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লাইন্স কর্তৃপক্ষ জলদস্যুদের ফোনের অপেক্ষায় ছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত ফোন পাওয়া গেছে।
ছিনতাইয়ের আট দিন পর বুধবার (২০ মার্চ) দুপুরে জলদস্যুরা ফোন করে যোগাযোগ করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।’
তবে মুক্তিপণ হিসেবে কত টাকা চেয়েছে সেই বিষয়টি স্পষ্ট না করে তিনি বলেন, ‘সবে মাত্র যোগাযোগ শুরু হলো, এবার আলোচনা এগিয়ে নেওয়ার পালা।’
এমভি আব্দুল্লাহ ছিনতাই হয়েছে গত ১২ মার্চ। সঙ্গে জিম্মি হয়েছেন জাহাজের ২৩ নাবিক। জিম্মিদশা থেকে নাবিকসহ জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ শুরু থেকেই তৎপরতা শুরু করেছে বলে দাবি করেছে। জলদস্যুরা ফোন করবে এবং আলোচনা শুরু হবে– এমন প্রস্তুতিরও কথা বলেছে জাহাজ মালিকপক্ষ। কিন্তু গতকাল ১৯ মার্চ পর্যন্ত জলদস্যুদের নাগাল পাওয়া যায়নি।
জানা গেছে, এর মধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে– জাহাজটি উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে জাহাজটির মালিকপক্ষ এবং বাংলাদেশ সরকার নাবিকদের নিরাপত্তা বিবেচনায় অভিযানের বিষয়ে সায় দেয়নি।
সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী– সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টাল্যান্ড এলাকার উপকূলে জাহাজটি নোঙর করে রাখা হয়েছে। নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে মালিকপক্ষের। জাহাজের স্যাটেলাইট ফোন থেকে জিম্মি নাবিকরা জাহাজ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।