প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৯:৪৮ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ২২:১৭ পিএম
বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুন। ছবি : সংগৃহীত
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মারা যাওয়া বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মারা যাওয়ার ১১ দিন পর সোমবার (১১ মার্চ) বিকালে বৃষ্টির বাবা সবুজ শেখ মেয়ের মরদেহ বুঝে নেন।পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি) বৃষ্টির মরদেহ হস্তান্তর করে।
মরদেহ বুঝে নিয়ে বৃষ্টির বাবা সবুজ শেখ বলেন, ‘সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমিই তার বাবা। সৃষ্টিকর্তার কাছে লাখো-কোটি শুকরিয়া।’
কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে বৃষ্টিকে দাফন করা হবে বলে তিনি জানান।
সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী ডিএনএ প্রোফাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। আজ বেলা আড়াইটার দিকে মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিশ্রুতি শাস্ত্রী নামে বিভিন্ন স্থানে চাকরি করেছেন মেয়েটি। তাই তারা এমন দাবি করেছেন। পরে তারা বুঝতে পেরেছেন এবং মরদেহটি তারা বাবা-মায়ের কাছেই হস্তান্তর করার জন্য থানায় লিখিত দিয়েছেন। সে সময় রমনা থানার এসআই হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।’
বিভিন্ন প্রক্রিয়া শেষে বিকাল ৩টার দিকে বৃষ্টির বাবা অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃষ্টিসহ ৪৬ জন মারা যান। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামে পরিচিত ছিলেন।