প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৭:২৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৮:১৬ পিএম
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টচার্য্যকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল মীর রেজাউল আলমকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত খন্দকার লুৎফুল খবিরকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মোহা. আলিম মাহমুদকে নৌপুলিশের অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ একাডেমি সরদার প্রিন্সিপাল, পুলিশ সদর দপ্তরের ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত মো. তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।