প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২০:০৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২০:৩৪ পিএম
কবি ইকবাল আজিজ। ছবি : সংগৃহীত
পানশালার সবুজ ফেরেশতাখ্যাত কবি ইকবাল আজিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৯ মার্চ) সকালে তার মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে জানিয়ে পোস্ট করেন তার ছেলে ইশরাক ইজাজ। বাবার ফেসবুক আইডি থেকে তিনি লেখেন, ‘গভীর ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার বাবা সকাল সাড়ে ৮টার দিকে চলে গেছেন। আমার পরিবারকে আপনারা দোয়ায় রাখবেন। শান্তিতে ঘুমাও বাবা।‘
লিভার সিরোসিসে ভুগছিলেন কবি ইকবাল আজিজ। ১৯৫৫ সালে মাতুলালয় নাটোরে জন্ম নেওয়া এই কবির পৈতৃক নিবাস কুষ্টিয়ায়।
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন কবি-সাহিত্যিকরা। কথা সাহিত্যিক ইমতিয়ার শামীম ফেসবুকে লিখেছেন, স্কুলে পড়ার দিনগুলোয় ‘কিশোর বাংলা’য় তার লেখা এক কবিতা পড়ে নামটা একেবারে গেঁথে গিয়েছিল মনের ভেতর। কবিতাটাও অনেক অনেক দিন বলতে পারতাম। এখন অবশ্য মনে পড়ছে না। ঈদে ঢাকায় থাকা ভাই বাড়িতে ফিরলে কথায় কথায় শুনলাম, এই মানুষটির সঙ্গে মুড়ির টিনে যেতে যেতে তার পরিচয় ঘটেছে। হাতে একটি পত্রিকা ছিল, সেটায় তার একটা কবিতা ছাপা হয়েছিল, ঘুরেফিরে নাকি সেই পাতাতেই ফিরে আসছিলেন। ভাই পত্রিকাটি নিয়ে সেটি দেখতে শুরু করলে জানিয়েছিল, ওটা তার লেখা কবিতা।
তিনি আরও লেখেন, এরশাদের সামরিক শাসনামলে একবার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। আমরা গেলাম কুষ্টিয়াতে। আমি, পিন্টু, নূরুল কবির ভাই ... কার কার সঙ্গে যেন দেখা হলো মনে পড়ছে না। এক রেস্তোরাঁয় বসে আড্ডা দেওয়ার সময় কে যেন বলল, ’এটা কবি ইকবাল আজিজের শহর... ’। জানি না, সর্বশেষ কবে সেই শহরের সঙ্গে তার দেখা হয়েছিল।
কথা সাহিত্যিক শামীম লিখেছেন, ‘আজ মঈনুল আহসান সাবের ভাইয়ের পোস্টটি চোখে পড়তেই বুঝে গেলাম, তার সঙ্গে আর কথা বলা হবে না। তার টাইমলাইনে গেলাম, সেখানে তার সন্তান জানিয়েছেন পিতার মৃত্যুসংবাদ। টাইমলাইন দেখে বুঝতে পারছিলাম, কয়েক মাস ধরেই মৃত্যুচিন্তা ঘিরে ধরেছিল তাকে। সর্বশেষ পোস্ট একটি নিজের কবিতা, যার প্রথম দুটি লাইন এমন : ‘যারা অপমান করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল/তারা সব মাটি হয়ে যাবে।’ পানশালার সেই সবুজ ফেরেশতা নিশ্চয়ই ভালো থাকবেন...।’