× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের দাম কমিয়ে আনার ইঙ্গিত প্রতিমন্ত্রীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২১:৫৭ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ফটো

চলতি সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেন, ‘জ্বালানির দাম কীভাবে সাশ্রয়ী রাখতে পারি, তা নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা একটা ডাইনামিক মূল্যের দিকে যাচ্ছি। এ সপ্তাহ থেকে তেল, বিশেষ করে জ্বালানির দাম ডায়নামিক মূল্যের দিকে যাবে। আশা করছি, জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে একটা সাশ্রয়মূল্য সমন্বয় করতে পারি।’

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম নির্ধারণ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, ‘একটা ফর্মুলা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে আমরা অনুমোদন পেয়েছি। সেটা এ সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করব।’

তেলের দাম বাংলাদেশে কমলে সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা থাকে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা নজরে রেখেছি। বাংলাদেশে ডিজেল প্রতি লিটার ১০৯ টাকা। কলকাতাতে সেটা ১৩৩ টাকা। কাজেই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আমরা বিষয়টি জানিয়েছি। এখানে যদি আরেকটু সাশ্রয়ী হয়, তাহলে আরও বেশি তেল পাচারের শঙ্কা থাকে। বিষয়টি নজরদারির মধ্যে থাকবে।’

সিলিন্ডারের দাম নির্ধারণ করে দেওয়ার পরও খুচরা বাজারে বেশি দামে বিক্রি হয়– জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। ডিলারদের হাত থেকে কোনোমতে সাব-এজেন্টদের হাতে যেন ঘুরে না যায়। সে বিষয়টি তারা যাতে নজরদারি করেন। রেস্তোরাঁসহ বিভিন্ন এলাকায় যাতে সিলিন্ডারের যত্রতত্র ব্যবহার করা না হয়, তা-ও নজরদারি করতে বলা হয়েছে।’

নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জেলা প্রশাসকদের বিরাট একটা ভূমিকা ছিল। সে বিষয়ে আমরা আলোচনা করেছি। সামনে যে সময়টা আসছে, বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখতে হবে। পরিবেশ নিয়েও কথা হয়েছে। সেচসহ সব কিছুতে সৌর বিদ্যুতের আওতা কীভাবে বাড়াতে পারি, তা নিয়ে কথা হয়েছে।’

ডিসিদের প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অবৈধভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা নিতে পারি, তাদের বিষয়ে আরও কঠিন হওয়ায় যায় কি না, তা নিয়ে কথা হয়েছে। আর পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাস ও বিদ্যুতের সংযোগ না দিতে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে।’

নসরুল হামিদ আরও বলেন, ‘ডিসিদের কাছ থেকে আরও একটি নির্দেশনা ছিল, তেল চুরির বিষয়ে তাদের সহযোগিতার কথা বলা হয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে আমরা জিআইএস স্থাপন করেছি। সেগুলো আমরা লক্ষ রাখব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা