× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্ষিক মহড়া পরিদর্শন করলেন বিমানবাহিনীর প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ২০:৩৮ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ২১:৫৮ পিএম

বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে মহড়া কার্যক্রম সরেজমিনে দেখছেন বাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।  ছবি : সংগৃহীত

বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে মহড়া কার্যক্রম সরেজমিনে দেখছেন বাহিনীর এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক মহড়া পরিদর্শন করেছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানী ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে বিমানের মহড়ার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মঙ্গলবার ঢাকায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু থেকে বিভিন্ন প্রকার বিমানের মহড়া কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিমানবাহিনীর প্রধান বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা রয়েছে এবং অনুশীলনের মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’

এই মহড়ার মাধ্যমে নতুন সংযোজিত র‌্যাডার ও আনম্যান্ড এরিয়াল ভেহিকলের সক্ষমতা নির্ণয় করা সম্ভব হবে বলেও জানান তিনি। 

আইএসপিআর জানায়, বিমানবাহিনীর এ মহড়া বাংলাদেশের সকল ঘাঁটি, সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, রসুলপুর ও সুধারামে অবস্থিত বিভিন্ন ইউনিট ৩ মার্চ  থেকে পরিচালিত হচ্ছে। এ মহড়ায় বিমানবাহিনীর সকল প্রকার যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার ও র‌্যাডার, মিসাইল ইউনিট, আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিটসহ সকল প্রকার যুদ্ধাস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই মহড়ায় বিমানবাহিনীর বিভিন্ন র‌্যাডার স্কোয়াড্রনের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণকে চিহ্নিত করে নিজ বাহিনীর যুদ্ধবিমান ও মিসাইল ইউনিটের সহায়তায় আক্রমণকে প্রতিহত করার কৌশল অনুশীলন করা হচ্ছে। আকাশযুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল কৌশল অনুশীলন করা হয়। বিমানবাহিনীর হেলিকপ্টার ও কমান্ডো দলের মাধ্যমে কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ মিশন, পরিবহন বিমান দ্বারা জরুরি রসদ স্থানান্তর, বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমা অথবা বিস্ফোরক দ্রব্য শনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং স্ক্র্যাম্বলের মাধ্যমে আকাশসীমায় অনুপ্রবেশকারী শত্রু বিমানকে প্রতিহত করার লক্ষ্যে এয়ার ডিফেন্স অ্যালার্টে কর্তব্যরত যুদ্ধবিমানকে ব্যবহার করা, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং সময় সংবেদনশীল টার্গেটে আক্রমণ ইত্যাদি অনুশীলন করা হচ্ছে। 

আইএসপিআর আরও জানায়, এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর শক্তিমত্তা যাচাই এবং বিদ্যমান সমরাস্ত্রের কার্যকারী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকসমূহ নির্ণয় করে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হবে। এই সকল গুরুত্বপূর্ণ সুপারিশ ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা