× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের দেশে শ্রমনীতি ঠিকমতো মনিটরিং হচ্ছে না : শামসুল আলম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৯:২১ পিএম

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অক্সফাম আয়োজিত গৃহকর্মী সম্মেলনে বক্তারা। প্রবা ফটো

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অক্সফাম আয়োজিত গৃহকর্মী সম্মেলনে বক্তারা। প্রবা ফটো

পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন, ‘আমাদের গৃহকর্মী কল্যাণ নীতি করা হয়েছে। সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা অনেক বড় বিষয়। এই নীতিমালাগুলোর মনিটরিং ঠিকমতো হচ্ছে না। আমাদের শ্রমনীতি কোথায় ব্যার্থ তা খতিয়ে দেখা উচিত।’

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অক্সফাম আয়োজিত ‘গৃহকর্মী জাতীয় সম্মেলন ২০২৪’ এ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘গৃহকর্মীদের আঞ্চলিক ফোরা হয়েছে। এটা ভালো দিক। শ্রম আইনে আসলে অনেক বিষয় সহজতর হবে। শ্রমিকের আইনের অন্তর্ভুক্ত করা উচিত। গৃহকর্মীদের আঞ্চলিক ফোরাম হয়েছে এটা খুব ভালো একটা দিক। শ্রম আইনে এই শ্রম অন্তর্ভুক্ত হলে অনেক বিষয় সহজতর হবে। এছাড়া তাদের জন্য প্রশিক্ষণের বিষয়টা যেন খেয়াল করা হয়। এতে তারা আরও যোগ্য হয়ে উঠতে পারবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শিরীন আখতার, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম।  অভিনয় শিল্পী শামীমা ইসলাম তুষ্টি, দীপা খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ।

সাবেক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, ‘একাত্তরে অনেকে বলে নারীরা সম্ভ্রম হারিয়েছে আমি তা বলব না। বলব আত্মত্যাগ। সম্ভ্রম তাদের কেন যাবে? তারাতো যুদ্ধ করেছে। আজও আমরা নারীরা যুদ্ধ করছি। সেইসঙ্গে পুরুষ নিজেকে রক্ষার করার সঙ্গে সঙ্গে তার এই আত্মত্যাগটি করেছে। নারীর কর্মের স্বীকৃতি আমরা চাই।’

তিনি বলেন, ‘কিছু করতে হলে সংগঠিত হওয়া জরুরি। তবে মানুষের মানসিকতার বদল করতে হবে, বদলানোর জন্য আরেকটা লড়াই করতে হবে। সেইসঙ্গে আমাদের স্বীকৃতির লড়াইটাও চালিয়ে যেতে হবে। দুটো জায়গায় আমাদের লড়াই করতে হবে। তাই ঐক্যবদ্ধ হতে হবে। শ্রম আইনে অচিরেই অন্তর্ভুক্ত হতে পারবো তবে তার জন্য কাজ করতে হবে একসঙ্গে। আর সেটা গৃহশ্রমিকদেরই করতে হবে।’

ইউসেপের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম বলেন, ‘বাংলাদেশের মধ্যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছেন সেটা অবিশ্বাস্য। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে উন্নয়ন করেছেন তা কম নয়। আমাদের যে বাজেট হবে সেটা জেন্ডার রেসপন্সে নারী বান্ধব বাজেট করা হয়। নারীদের শিক্ষার জন্য, সচেতনতার জন্য প্রচুর বিনিয়োগ করা হয়। সরকারের যে আশ্রয়ণ প্রকল্প একটি বাড়ি একটি খামারে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। শ্রমিক হিসেবে এদের স্বীকৃতি পাওয়ার অধিকার আছে। ‘বুয়া’ শব্দে ঘৃণার ভাব প্রকাশ পায়। তাদের নাম আছে। সেই নামে ডাকতে হবে। শ্রমিক আইনে অন্তভূক্ত হলে নির্দিষ্ট কর্মঘণ্টা থাকবে, ছুটি থাকবে। তাদের যেন অ্যাপয়েন্টম্যান্ট লেটার দিতে হবে।’

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন,  ‘গৃহকর্মীদের উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই।  সরকারকেই বিনিয়োগ করতে হবে সেজন্য। বাজেট আসছে সামনে তখন এই বিষয়টা যেনো তারা খেয়াল রাখেন। যদি শ্রম মন্ত্রণালয় এমন কিছু গ্রহণ করেন আমাদের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হোক চাই। আমাদের বাংলাদেশে আমরা চরম বৈষম্যের মধ্যে অবস্থান করছি।’

নিজের দাবি তুলে ধরে গৃহকর্মী জাকিয়া সুলতানা বলেন, ‘আমরা যারা কাজ করি। প্রশিক্ষণ পেয়ে অনেককিছু শিখতে পারি এতে ভালো কাজ পাই। কিন্তু আমাদেরকে সম্মানের জায়গায় এখনও ঘাটতি আছে। সেই জায়গায় আমি চাই আমাদের শ্রম আইনে অন্তভূক্ত করা হোক। প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আমরা ন্যায্য পাওনা পাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা