প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ০৯:৫৬ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪ ১০:৩৯ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি কোলাজ : প্রবা
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে বঙ্গভবন থেকে পাঠানো শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ-সংক্রান্ত একটি বার্তা পাঠানো হয়।
শোকবার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়োজিত সবার প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও ওই বার্তায় জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার করে। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে। একই পরিবারের পাঁচজনসহ মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ঢামেক হাসপাতালে ৩১, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি মৃতদেহ।