× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৪ পিএম

ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের লাখো শহীদ জীবনের বিনিময়ে- ভোগে নয়, ত্যাগেই আনন্দ ও অর্জন; সেটা শিখিয়ে গেছেন। সেটা শিখিয়ে গেছেন আমাদের ভাষা শহীদেরা, সেটা শিখিয়ে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু।’

কাজেই এ আদর্শ ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না।’

বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইতিহাস বিকৃত করা এক শ্রেণির মজ্জাগত সমস্যা। তারাই দেশের ক্ষতি করেছে। যারা ইতিহাস বিকৃত করেছে, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস করতে পারা আওয়ামী লীগের অবদান।’

ভাষা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাংলা একটা জাতির ভাষা, এটা কেউ বিশ্বাস করতে চাইত না। ভাষা আন্দোলনের চেতনার হাত ধরেই স্বাধীনতা আসে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের গণতান্ত্রিক অধিকারসহ সবকিছু অর্জন করতে হয়েছে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে। ৪৭ সালে করাচিতে একটা শিক্ষা সম্মেলন হয়, সেখানে বলা হয়- রাষ্ট্র ভাষা হবে উর্দু। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা এই প্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায়।’

শেখ হাসিনা বলেছেন, ‘আজ আমরা এখানে সমবেত হয়েছি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বিশ্বের বুকে যে পরিচয়টা পেয়েছি, সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে মাতৃভাষায় কথা বলতে পারছি, আমরা যে স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি সেটা তার হাত ধরেই এসেছে। এ উপমহাদেশে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সে জাতি রাষ্ট্র আমরাই পেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা