× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর-কিশোরী ক্লাবকে আধুনিকায়ন করা হবে : প্রতিমন্ত্রী সিমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। প্রবা ফটো

রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। প্রবা ফটো

মহিলা ও শিশু প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক সেলাই মেশিন সরবরাহ করা হবে। কিশোর-কিশোরীদের সুবিধার্থে কিশোর-কিশোরী ক্লাব আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। বিশেষ অতিথি ছিলেন, মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

সিমিন হোসেন রিমি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহন নিশ্চিত, জেন্ডার সমতা এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। সমাজে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে ও নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট গ্রহণ করতে হবে। যেকোনও প্রকল্প গ্রহণে আরও সচেতন হতে হবে। সেইসঙ্গে প্রকল্পের আউটপুট নির্ধারণ করতে হবে। সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির মাধ্যমে সেবা প্রদান করতে হবে এবং ভাতা প্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে হবে।’

১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড নামক প্রতিষ্ঠান দিয়ে সর্বপ্রথম মহিলা বিষয়ক অধিদপ্তরের অগ্রযাত্রা শুরু হয় ও পরবর্তীতে ভিন্ন ভিন্ন ধাপের মাধ্যমে ১৯৯০ সালে মহিলা অধিদপ্তরে রুপান্তর হয়। মহিলা অধিদপ্তর মা ও শিশু সহায়তা কর্মসূচি, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ তহবিল কর্মসূচি এই ৩টি প্রধান কর্মসূচির মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর দিবাযত্ন কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, মহিলা সহায়তা কেন্দ্র, নারী নির্যাতন প্রতিরোধ সেল ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে নারীদের সেবা প্রদান করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা