× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে নৌপরিবহন মন্ত্রী

দেশে নদীর সংখ্যা ১ হাজার ৮টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১১ পিএম

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মোট নদ-নদীর সংখ্যা ১ হাজার ৮টি বলে সংসদকে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নদী কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৮টি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বাংলাদেশে প্রবাহমান নদী রয়েছে ৯৩১টি। নাব্য হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি। নাব্য হারানো নদীর মধ্যে ঢাকা বিভাগে ৮৫টি, রংপুর বিভাগে ৭১টি, রাজশাহী বিভাগে ১৮টি, চট্টগ্রাম বিভাগে ১১টি, সিলেট বিভাগে ১০টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি ও খুলনা বিভাগে ৮৭টি।

৬ মাসে ৫ হাজার ৯০০ কোটি টাকার বেশি ওষুধ রপ্তানি

এদিকে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সংসদকে জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করেছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ওষুধই বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি হচ্ছে। দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহী করতে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে চলতি বছর ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।

আনোয়ার খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে প্রায় ৫ হাজার ৯০০ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৯০৩ টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে। 

এছাড়া মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে প্রায় ৩২ ধরনের ওষুধ ও সরকারি হাসপাতালকে ১০৫ ধরনের ওষুধ বিনামূল্য সরবরাহ করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা